বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু দিয়ে হালচাষ এর দৃশ্য

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরু দিয়ে হালচাষ এর দৃশ্য

বাহ থা থা থা! ডাইনে বামে! দেহি আস্তে! হুরর যাহ! এমন বাক্যে গরুকে নিয়ন্ত্রণ করে জমিতে হাল চাষ করছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খাষচর জামালপুর গ্রামের কৃষক আবু সাঈদ খান। কৃষক বাবার সন্তানসহ আমরা অনেকেই এই ভাষাগুলোর সাথে পরিচিত। গ্রাম বাংলার ঐতিহ্য গরু দিয়ে হাল চাষ করা এবং ব্যবহৃত এই বাক্য বা বোল গুলো আজ বিলুপ্তপ্রায়। কিন্তু কয়েক বছর আগেও ভোর বেলায় সিরাজগঞ্জের কৃষি মাঠ গুলোতে গেলেই ৮-১০ টা কৃষককে লাঙল দিয়ে হাল চাষ করতে দেখা যেত। যান্ত্রিক যুগে আবিষ্কৃত ডিজেল ইঞ্জিন চালিত টাক্টের আবির্ভাবের ফলে গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। বর্তমানে এমন দৃশ্য খুঁজে পাওয়া দুঃষ্কর। এটা নির্দ্বিধায় বলা যায় আমাদের আগামী প্রজন্মের কাছে গরু ও লাঙল দিয়ে কৃষি জমিতে হাল চাষ ইতিহাসের গল্প হয়ে থাকবে!!

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: