• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

সিরাজগঞ্জে ৩৪৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

সিরাজগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। ২৮ মার্চ ভোর রাতে এবং সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-১২ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম এর দিক নির্দেশনায় ২৮ মার্চ রাত পৌনে ৩টার দিকে র‌্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার পৌরসভাধীন কাঠের পুল মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ২৯ কেজি চাউল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ নুরুল হক ওরফে বাদশা লালমনিরহাট জেলার আদিতমারি থানার গোবরধন গ্রামের মোঃ সহির মিয়ার পুত্র।

এদিকে র‌্যাব-১২ এর আরেকটি দল ২৮ মার্চ সকাল সাড়ে ৮টায় বগুড়া জেলার শেরপুর থানাধীন ছনকা বাজার সততা হোটেল এন্ড রেসটুরেন্ট এর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি ট্রাক এবং ৩ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাট জেলার হাতিবান্দা থানার নিকশেখ সিন্দুর মাস্টার পাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র  মোঃ ফরিদুল ইসলাম(২২) এবং মোঃ শাহীনুল ইসলামের পুত্র মোঃ আশিক আলী(২১)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ, বগুড়া জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ