শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে শিক্ষার্থী বলাৎকারে অভিযুক্ত শিক্ষক সাইফুল বদলি

সিরাজগঞ্জে শিক্ষার্থী বলাৎকারে অভিযুক্ত শিক্ষক সাইফুল বদলি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর ২ শিশু ছাত্রকে বলাৎকারের অভিযুক্ত সেই লম্পট সহকারি শিক্ষক সাইফুল ইসলাম কে বদলি করা হয়েছে একই উপজেলার রায়দৌলতপুরের কালিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে তিনি অভিযুক্ত হয়েছেন। এদিকে গত ৩ এপ্রিল বলাৎকারের ঘটনায় সুষ্ঠ বিচারের দাবীতে জেলা প্রশাসক, পৃুলিশ সুপার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিরাজগঞ্জ জেলা মানবাধিকার জোট (সিএসও কোয়াশিলন) নেতৃবৃন্দ। 
 
কামারখন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন বলেন, তদন্তে শিক্ষক সাইফুল অভিযুক্ত হওয়ায় বেশ কিছু পদক্ষেপ গ্রহন করে জেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশ করা হয়েছে এবং তাকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কালিবাড়ী সরকারি প্রথমিক বিদ্যালয়ে বদলী করা হয়েছে। এছাড়া, সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে এবং পুরো প্রতিবেদন ০৯ এপ্রিল মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মো: ইউসুফ রেজা কাছে পাঠানো হবে। অভিযুক্ত শিক্ষক ও তার সহকর্মী তরিকুল ইসলামের শাস্তিমুলক বদলী ও একজন নারী শিক্ষককে শোকজ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মোছা: সিতওয়াতুন নেছা বলেন সাইফুল ইসলামকে বদলী করা হয়েছে এর চেয়ে বেশি কিছুই আমি জানি না সবকিছু শিক্ষা অফিসার জানে। 
 
উল্লেখ্য গত ২৮ মার্চ কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর ২ শিশু ছাত্রকে বলাৎকারের বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি ধামাচাপা দিতে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সালিসের মাধ্যমে বিষয়টি আপোষ করা চেষ্টা করেন। শিক্ষক সাইফুল ক্ষমা প্রার্থনা করে পার পাওয়ার চেষ্টা করে। কিন্তু ঐ দুই পরিবারের মাঝে দারুন অসন্তোষের সৃষ্টি হয়।  দুই ছাত্র এই অন্যায়ের বিচার দাবী করে আসছে। এদিকে এলাকাবাসী মনে করেন বিষয়টি অতি নিকৃষ্ট নিষ্ঠুর, অমানবিক ও মানবাধিকার লংঘনের চরম ঘটনা। কোন গ্রাম্য সালিস নয় বরং বাংলাদেশের সংবিধান ও শিশু সুরক্ষা আইন অনুযায়ী এই ঘটনার বিচার হওয়া জরুরী। সুষ্ঠ বিচার না হলে মানবতার বিপর্যয় ঘটবে।
 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর