শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমন ধানের বাম্পার ফলন, মাড়াই কাজে ব্যস্ত রায়গঞ্জের কৃষকেরা

আমন ধানের বাম্পার ফলন, মাড়াই কাজে ব্যস্ত রায়গঞ্জের কৃষকেরা

রায়গঞ্জে চলতি মৌসুমে আমন ধানে বাম্পার ফলন, ঘরে ঘরে কৃষাণ কৃষাণীরা মেতে উঠেছে নবান্নের উৎসবে। ধানে ধানে ভরে উঠেছে মাঠ। সে সাথে রঙিন হয়ে উঠেছে প্রান্তিক কৃষকের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালি স্বপ্নের ছড়াছড়ি। নতুন ধানের উপস্থিতিতেই কৃষক পরিবারে লেগেছে আনন্দের ঢেউ। বাতাসে ভেসে আসছে পাকা ধানের মৌ মৌ গন্ধ।

অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার উপযুক্ত সময় হলেও কার্তিক মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে গেছে ধানকাটা সরজমিনে গিয়ে দেখা যায় এ চিত্র।

এসময় কৃষকের নিকট আত্মীয়দের সমাগম ঘটবে বাড়িতে বাড়িতে। শত ব্যস্ততার মাঝেও নবান্নের আনন্দ ভাগাভাগি করে নেয় কৃষাণ কিষানিরা। মাঠে তাদের সোনালি স্বপ্ন বাতাসে দুলছে। আর সেই আনন্দে আমন ধান কাটা শুরু করেছে কৃষাণ-কৃষাণীরা। আর কদিনের মধ্যে পুরোদমে আমন ধান কাটার ধুম পড়ে যাবে বলছে কৃষি বিভাগ। রায়গঞ্জ উপজেলায় এবার আমনের আশানুরুপ ফলন হয়েছে। বৈরী আবহাওয়ার মাঝেও ভাল ফলন পেয়ে খুশি কৃষকেরা।

উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের কৃষক আব্দুল করিম শেখ জানান, ‘আল্লাহর রহমতে এ বছর ভালো ফসল হয়েছে। পোকামাকড় তেমন আক্রমন করেনি।

এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এ মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ফলনের বাম্পার ফলন আশা করা যাচ্ছে। মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের সার্বক্ষনিক সহযোগিতা ও সরকারি সহায়তায় কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে। এবছর ১৯ হাজার ৭৮০ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছিল।

বাংলার কৃষাণ কৃষাণীরা নবান্ন উৎসবের পাল্লা দিয়ে চলছে আমন ধান কাটার মহা উৎসব। বাজারে নতুন ধানের দামও ভাল। ফলে হাসি ফুটেছে কৃষকের মুখে। আগাম শীত আসা শুরুতেই আমন ধান গোলাই উঠার সাথে সাথেই গ্রামের বউ ঝিরা নতুন ধানের পিঠাপুলি বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর