বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইনসহ মাদক ব্যবসায়ী স্বপন তালুকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। সে ওই গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে। র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ওই গ্রামে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইন ও ৩৭ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৩০ হাজার ৩’শ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: