রোববার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারী-শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নারী-শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরের বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের নারী ও শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পরিবারের আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (আজ) রাতে তেতুলিয়া গ্রামের সজিব সিকদারের বসতঘরে বিদ্যুতের লিকেজ (ছেঁড়া) তার থেকে বৈদ্যুতিক গোলযোগের সৃষ্টি হয়। রাত নয়টার দিকে সজিবের মা রাহেলা বেগম (৫৫) অসাবধানতাবশত ওই তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। সে সময় তার কোলে ১০ মাস বয়সি নাতি সাইফান সিকদার থাকায় সে-ও বিদ্যুতায়িত হয়। তাদের বাঁচাতে এগিয়ে আসেন সজিবের চাচাতো ভাই ইরান সিকদার (৫০)। তিনিও গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে পরিবারের অন্য সদস্যরা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দিলে লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে ততক্ষণে ঘটনাস্থলেই রাহেলা বেগম ও ইরান সিকদারের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত শিশু সাইফান সিকদারকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইরান সিকদার ওই গ্রামের হানিফ সিকদারের ছেলে এবং রাহেলা বেগম মোশাররফ সিকদারের স্ত্রী। একই পরিবারের তিন সদস্যকে হারিয়ে গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং মৃতদেহগুলোর সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।’

আশিক জামান অভি/বিআরইউ

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ: