বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

পঞ্চমবার সিআইপি হওয়ায় মালদ্বীপ হাইকমিশনারের শুভেচ্ছা

পঞ্চমবার সিআইপি হওয়ায় মালদ্বীপ হাইকমিশনারের শুভেচ্ছা

সংগৃহীত

টানা পঞ্চমবারের মতো সিআইপি নির্বাচিত হওয়ার সোহেল রানাকে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। সোহেল রানা মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গ্লোবাল রিচ মালদ্বীপ প্রাইভেট লিমিটেড স্বত্বাধিকারী।

শনিবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মাননা ও সিআইপি কার্ড গ্রহণ করেন তিনি।

সিআইপি মোহাম্মদ সোহেল রানার ছেলে আইহাম সোহেল প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হাত থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন। বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে এ মর্যাদা লাভ করেছেন তিনি।

সিআইপি মোহাম্মদ সোহেল রানা করোনাকালে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন। সোহেল রানা বলেন, সবসময় সামাজিক মূল্যবোধের ভিত্তিতে অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে চাই। প্রবাসে উচ্চ আয়ের কর্মীদের উদ্যোক্তা হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে চাই, যাতে আগামীতে মালদ্বীপ থেকে আরও সিআইপি নির্বাচিত হতে পারে।

এ ছাড়া এবার প্রথমবারের মতো বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ক্যাটাগরিতে (সিআইপি) নির্বাচিত হন প্রবাসী ব্যবসায়ী শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী। বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের জন্য (সিআইপি) নির্বাচিত হন প্রবাসী কর্মী মো. মাসুদ রানা। 

সূত্র: ঢাকা পোস্ট

সর্বশেষ: