রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

‘একটা জায়গায় খেলতে পারলে ভালো লাগবে’

‘একটা জায়গায় খেলতে পারলে ভালো লাগবে’

সংগৃহীত

টানা তিন ম্যাচ হারের পর নিজের সর্বশেষ ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জয়ের ধারায় ফেরে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচে নামবে দক্ষিঞ্চালের ফ্র্যাঞ্চাইজিটি।

এই ম্যাচে মাঠে নামার আগে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির অলরাউন্ডার এবং সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের মতো দলের প্রয়োজনে বিপিএলেও একেক ম্যাচে একেক পজিশনে ব্যাট হাতে দেখা যায় এই অলরাউন্ডারকে।

এই বিষয়ে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন, প্রত্যেকটা ম্যাচে ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে হয়েছে আমার। এটা খুব কঠিন। তার পরও নিজের কাছে অনেক ভালো লাগছে। সর্বশেষ যে তিন ইনিংস খেলেছি, ছোটো ছোটো ইনিংস ছিল কিন্তু এটা দলের অনেক কাজে এসেছে। এজন্য আমি খুশি। যদি সুযোগ পাই, অবশ্যই বড় ইনিংস খেলার চেষ্টা করব।’সেই সঙ্গে দলে নিজের ব্যাটিং পজিশন নিয়ে মিরাজ আরো বলেন, ‘নিজের জন্য সবসময় চাওয়া একটা জায়গা সেট হতে পারলে অনেক ভালো লাগবে।

তবে আমার কাছে মনে হয়, যেহেতু আমাদের এক একদিন একেক জায়গা দেওয়া হচ্ছে, হয়তো দলের একটা পরিকল্পনা আছে। সেজন্য হয়তো আমাকে বিভিন্ন পজিশনে দেওয়া হচ্ছে। আমি এই বিষয়ে কোচ এবং অধিনায়কের  সঙ্গে কথা বলেছি, তারা হয়তো আমাকে একটা পজিশন ঠিক করে দেবেন। যেমন শেষ দুটা ইনিংস একই জায়গায় খেলিয়েছিল সাত নম্বরে। তারা হয়তো চিন্তা করেছে, এখানে খেললে আমার জন্য এবং দলের জন্য ভালো হবে এবং ছোটো ছোটো ইনিংসগুলো টিমের অনেক কাজে আসবে। শেষ দুটা ইনিংস আমার কাছে মনে হয়, আলহামদুলিল্লাহ আমি ভালো করেছি।

চেষ্টা করেছি যতটুকু ভালো খেলা যায়। তবে দিন শেষে দল ভালো করলে ভালো লাগে। চেষ্টা করছি নিজেকে মানিয়ে নেওয়ার জন্য।’ সেই সঙ্গে সর্বশেষ ম্যাচের আগে টানা তিন ম্যাচে হার নিয়ে বরিশালের এই অলরাউন্ডার বলেন, ‘আমরা তিনটা ম্যাচ হেরেছি। এটা আমাদের জন্য অনেক কঠিন ছিল। তবে প্রত্যেকটা খেলোয়াড়ই ক্ষুধার্ত ছিল শেষ ম্যাচটা জেতার জন্য। একটা ম্যাচ জিতেছি আলহামদুল্লিহ। জয়ের ধারায় ফিরেছি। এখন আমাদের শুধু এটা চালিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের টিম অনেক ভালো। আমাদের টিমে যারা আছে সবাই অনেক ভালো এবং পারফর্ম করছে।’

বরিশালের সর্বশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ২৪ বলে ৫১ রানের ইনিংস খেলে। রিয়াদের সেই ইনিংস নিয়ে মিরাজ বলেন, ‘শেষ ম্যাচে রিয়াদ ভাই যে ইনিংস খেলেছে, এটা অনেক ভালো ছিল।’

সেই সঙ্গে বিপিএল নিয়ে মিরাজ বলেন, ‘দেখেন, বিপিএলটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশি খেলোয়াড়দের জন্য। এখানে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পাওয়া যায়। বিদেশি খেলেয়াড়রা থাকে এবং এখানে দেশের সেরা খেলোয়াড়রা খেলে, এছাড়াও মাঠের যেই পরিবেশ—দর্শক থেকে শুরু করে এখানে সবকিছু অনেক ভালো। এবারের বিপিএলটা আমার কাছে অনেক ভালো খেলেছে। কারণ এবার দর্শক মাঠে বেশি আসছে, রিভিও সিস্টেমও অনেক ভালো এবং আবার আম্পায়ারিংও খুব ভালো মানের হচ্ছে। সবকিছু মিলিয়ে এবারের বিপিএল আমার কাছে অনেক ভালো লাগছে।’

সূত্র: দৈনিক ইত্তেফাক

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর