রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভ্যাকসিন নিয়েছেন মোদির মা

ভ্যাকসিন নিয়েছেন মোদির মা

করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হিরা বেন। এক টুইট বার্তায় মোদি নিজেই জানিয়েছেন যে, তার মা বৃহস্পতিবার ভ্যাকসিন গ্রহণ করেছেন।

যারা এখন ভ্যাকসিন নেয়ার জন্য উপযুক্ত তাদের সবাইকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এক টুইট বার্তায় মোদি লিখেছেন, ‘এই খবর জানাতে পেরে আমি বেশ আনন্দিত যে, আজ আমার মা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে, আপনাদের চারপাশে যারা ভ্যাকসিন গ্রহণের জন্য উপযুক্ত তাদের ভ্যাকসিন নেয়ার জন্য উৎসাহ দিন।’

তবে ৯৯ বছর বয়সী হিরা বেন করোনাভাইরাসের কোন ভ্যাকসিন গ্রহণ করেছেন সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। দেশটিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার কোভিশিল্ড এই দু’টি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ভারত সরকার।

jagonews24

প্রধানমন্ত্রী মোদির মা বর্তমানে গুজরাটের গান্ধী নগরের কাছাকাছি রাইসিন গ্রামে তার ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে বসবাস করেন। এর আগে গত ১ মার্চ মোদি নিজেও করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন।

ভারতে প্রথম ধাপে ৬০ বছর বয়সী সব নাগরিককে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হচ্ছে। অপরদিকে দ্বিতীয় ধাপে ৪৫ বছরের বেশি বয়সী যাদের বিভিন্ন ধরনের রোগের কারণে করোনার ঝুঁকি রয়েছে তাদের ভ্যাকসিন দেয়া হবে। ২৮ দিন পর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদি।

দেশজুড়ে গত ১৬ জানুয়ারি ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়। এছাড়া চিকিৎসক এবং সম্মুখ সারির কর্মীদের গত ২ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ভারতে ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬৯৩ ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে বলে বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর