সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

কানের এসব সমস্যা অবহেলা করছেন, হতে পারেন বধির!

কানের এসব সমস্যা অবহেলা করছেন, হতে পারেন বধির!

কান টানলেই নাকি মাথা আসে। কানের এতো গুরুত্ব থাকা স্বত্বেও এর সমস্যায় অবহেলা করছেন। এর প্রভাব পড়তে পারে মস্তিষ্কেও। বিভিন্ন কারণে কানের সমস্যা দেখা দেয়। বিশেষ করে যারা হেডফোন ব্যবহার করেন দীর্ঘক্ষণ। এছাড়া বাচ্চাদের ক্ষেত্রে অনলাইনে দীর্ঘক্ষণ ক্লাস করতে গিয়ে কানে হেডফোন রাখতে হচ্ছে। কানে ছত্রাকের সংক্রমণ বর্ষার মরসুমে একটু বাড়তে পারে।   

মাঝে মাঝে কানে ব্যথা, চুলকানি হয় আপনার। ঠিক হয়ে যাবে ভেবে এড়িয়ে যাচ্ছেন। কানের ছোটখাট সমস্যাগুলো এড়িয়ে যাছেন এতে করে হতে পারে মারাত্মক বিপদ। এই অবহেলার কারণেই কিন্তু কানের সমস্যা আরো বাড়ছে।

কী কী সমস্যা দেখা দিলে সতর্ক হবেন? 

> কানে ব্যথা

> কান কটকট করা

> কানের ভিতরে চাপ অনুভব করা বা কান ভারী লাগলে

> বাচ্চাদের ক্ষেত্রে কান ফুলে যাওয়া

> কান থেকে পুঁজ

> কানে কম শোনা   

এই সমস্যাগুলো দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। এছাড়া হেডফোন ব্যবহারে সতর্ক হোন। উচ্চ শব্দে গান শোনা, কথা বলা আপনার কানের জন্য ক্ষতিকর হতে পারে। বধির হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ভাবছেন হেডফোন ব্যবহারে সমস্যা হব কেন। আর কীভাবেই বা তা এড়িয়ে চলবেন। জেনে নিন সেসব-

এক টানা হেডফোন ব্যবহার করা ক্ষতিকারক।

> কানে সংক্রমণ হয়েছে এমন কারো হেডফোন ব্যবহার করবেন না। আর এমনিতেও অন্যজনের হেডফোন ব্যবহার না করাই ভালো।  

> নিজের ইয়ারফোনও আলাদা বাক্সে ভরে ব্যাগে বা পকেটে নিয়ে বেরতে হবে। ইয়ারফোন ব্যাগের মধ্যে ফেলে রেখে দিলে তাতে ধুলাবালি ও ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে। কানে দেয়ার সময়ে তা সহজেই কানের ভিতরে প্রবেশ করে। ফলে সংক্রমণের সম্ভাবনা থেকেই যায়।

> এক কানে সংক্রমণ থেকে সংক্রমণ ছড়াতে পারে অন্য কানেও।

> শ্রবণশক্তি কমলে প্রভাব পড়বে শরীরের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও। কারণ শরীরের ভারসাম্য রক্ষার জায়গাটি কানেই রয়েছে।

> কানে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শে পরিষ্কার কাপড় দিয়ে হালকা সেঁক নেয়া যেতে পারে। 

> অনেক সময় গোসল করতে গেলে কানে পানি ঢুকে যায়। কানে পানি ঢুকলে কটন বাড বা আঙুল দিয়ে খুঁচিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করেন। এ কাজ একেবারেই করবেন না। তোয়ালের মাধ্যমে যতটা সম্ভব পানি মুছে নিন। বাকিটা এমনিতেই বেরিয়ে যাবে।

অনেকেই আছেন কানের সমস্যা হলে কটন বাড দিয়ে খোঁচাখুঁচি করেন। কানের পর্দা ফেটে ফুটো হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে শ্রবণশক্তি হারাতে হতে পারেন চিরদিনের মতো। কানের সমস্যা থেকে জটিলতা বেড়ে মস্তিষ্কে প্রভাব পড়তে পারে। তাই কানে কিছু অস্বস্তি হচ্ছে মনে হলেই আঙুল দিয়ে খোঁচাখুঁচি একেবারেই করা যাবে না। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ