শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ এর প্রতিনিধিদল। রোববার (০৫ মে) গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ‍উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, এ সময় প্রতিনিধিদল ট্রফিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফটোসেশনে অংশ নেয়।  

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জেফ অ্যালারডাইস এবং বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কৌর উপস্থিত ছিলেন।  

আগামী ৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতসহ মোট দশটি দেশ এ আসরে অংশ নেবে।

দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ। এর আগে, ২০১৪ সালে প্রথমবার বাংলাদেশ এ টুর্নামেন্ট আয়োজন করে।  

সূত্র: banglanews24

সর্বশেষ: