সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

টনসিলের ব্যথা মুহূর্তেই সারানোর টোটকা

টনসিলের ব্যথা মুহূর্তেই সারানোর টোটকা

অনেকসময় গলার ভেতরে ব্যথা করে। ঢোক গিলতে বা খাবার খেতে গেলে সে ব্যথা আরো জানান দিয়ে ওঠে। এ ব্যথা সাধারণত টনসিলের ইনফেকশনের কারণে হয়ে থাকে। 

এটি যে কোনো বয়সী মানুষেরই হতে পারে। জিহ্বার পেছনে গলার চোয়ালের দু’পাশে গোলাকার পিণ্ডই টনসিল। দেখতে মাংসপিণ্ডের মতো হলেও এটি আসলে এক ধরনের টিস্যু বা কোষ। ভাইরাসের সংক্রমণের কারণে টনসিলের ব্যথা হয়ে থাকে। 

সর্দি কাশির জন্য দায়ী ভাইরাসগুলোই মূলত টনসিলের ব্যথার সৃষ্টি করে। তবে প্রাথমিক অবস্থায় ওষুধ ছাড়াই এ ব্যথা নিরাময় করা যায়। ঘরোয়া কিছু উপায় মানলেই মুক্তি পেতে পারেন যন্ত্রণাদায়ক টনসিলের ব্যথা থেকে। জেনে নিন উপায়গুলো-  

> এক কাপ গরম পানিতে আধা চা চামচ সবুজ চা, এক চা চামচ মধু দিয়ে ফুটিয়ে গরম থাকতেই পান করুন। দিনে দুই থেকে তিনবার এই চা পান করতে হবে। 

> এছাড়াও হলুদ দুধ খেতে পারেন। কুসুম গরম দুধের সঙ্গে সামান্য হলুদের গুড়া মিশিয়ে পান করুন। দিনে একবার পান করুন। রাতে করতে পারলে বেশি ভালো। 

> টনসিল বা যে কোনো কারণে গলা ব্যথা হোক না কেন লবণ পানির বিকল্প কিছু নেই। দিনে তিন থেকে চারবার লবণ গরম পানি দিয়ে গার্গেল করুন। গলা ব্যথা সারানোর পাশাপাশি গলার ইনফেকশন দূর করতে সহায়তা করবে। 

> আদা চা খেতে পারেন। পরিমান মতো পানি নিয়ে তাতে আদা আর চা পাতা ফুটিয়ে নিন। ছেকে পানিটা নিয়ে নিন। এবার এই চা দিনে এক থেকে দুইবার পান করুন। 

> টনসিলের ব্যথা কমাতে দুর্দান্ত এক দাওয়াই লেবুর রস। এক গ্লাস গরম পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু আর সামান্য লবণ মিশিয়ে গলা ব্যথা না যাওয়া পর্যন্ত দিনে দুই থেকে তিন পার পান করুন।  

> এক গ্লাস পরিমাণ পানিতে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে জ্বাল করুন। দিনে দুইবার এই চা পান করুন। 

ঘরোয়া এই টোটকাগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই নিশ্চিন্তে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তবে এগুলো ব্যবহারেও টনসিলের ব্যথা ভালো না হলে চিকিৎসকের পরামর্শ নিন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর