• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

একসঙ্গে তিন লটারি জিতে ‘রাতের ঘুম হারাম’ রাজমিস্ত্রি নূরের

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

 

রাজমিস্ত্রি নূর। তার সংসারের ‌‘লবন আনতে পান্তা ফুরায়’ অবস্থা। তবুও মাঝে মধ্যে শখ করে লটারি কিনতেন তিনি। ভাবতেন, যদি লাইগা যায়! এবার সত্যি সত্যিই ভাগ্য খুলে গেল তার। তিনটি লটারির টিকিট কিনে সবগুলোতেই পেয়েছেন পুরস্কার। তিন পুরস্কারে টাকার পরিমাণ যথাক্রমে ২৬ লাখ, ১০ হাজার ও ছয় হাজার ২০০ টাকা।

ভারতের রেজিনগরের মরাদিঘির এই বাসিন্দা এখন নিজের ভাগ্যকেও বিশ্বাস করতে পারছেন না। ঘটনা বৃহস্পতিবারে ঘটলেও পুরস্কার প্রাপ্তির ঘোর এখনো কাটেনি নূরের।

নূর বলেন, স্বপ্নে দেখতাম, লটারিতে অনেক টাকা পেয়েছি। সংসারে টানাটানি থাকলেও এ কারণেই মাঝে মধ্যে লটারি কিনতাম। কিন্তু সত্যি সত্যিই যে লটারি জিতবো তা কখনো ভাবিনি।

তিনি বলেন, কখনো একত্রে এক লাখ টাকাও চোখেও দেখিনি। এখন যা অবস্থা, এত টাকা নিয়ে কী করব তা ভাবতে গিয়েই রাতের ঘুম হারাম হয়ে গেছে।

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ