শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওজন কমাতে ডায়েট-ব্যায়াম করছে দুই পান্ডা

ওজন কমাতে ডায়েট-ব্যায়াম করছে দুই পান্ডা

মানুষ ওজন কমাতে ডায়েট করে একথা আমরা সবাই জানি। তবে কখনো কি শুনেছেন ওজন কমাতে পান্ডা ডায়েট করে। কি বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হলেও তেমনটাই হয়েছে তাইওয়ানে।  জানা যায়, তাইওয়ানের তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানে জন্ম নেয়া দুটি পান্ডাকে ডায়েট করানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি রুটিন মেনে করানো হবে ব্যায়ামও। প্রাণী দুটির মধ্যে স্থূলতার সমস্যা দেখা দেওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীন থেকে ২০০৮ সালে তাইওয়ানকে দুটি পান্ডা উপহার দেওয়া হয়। সেগুলোরই শাবক হলো এ দুটি। এর মধ্যে একটির বয়স নয় বছর ও অন্যটি আট বছর। স্ত্রী পান্ডা দুটির মধ্যে বড়টির নাম উয়ান জাই, ছোটটির উয়ান বাও। বর্তমানে সেগুলোর ওজন যথাক্রমে ১১৫ ও ৭০ কেজি।

পান্ডা খোলা পরিবেশে সাধারণত ১৪ থেকে ২০ বছর ও বদ্ধ অবস্থায় ৩০ বছর পর্যন্ত বাঁচে। পরিণত বয়সের একটি স্ত্রী পান্ডার ওজন ১০৫ থেকে ১১০ কেজির মধ্যে হতে হয়। স্থূলতা পান্ডার ক্ষেত্রে উচ্চ রক্তচাপ বা হাইপোগ্লাইসেমিয়ার (রক্তের গ্লুকোজ বা শর্করা হঠাৎ নেমে যাওয়া) মতো সমস্যার সৃষ্টি করতে পারে।

তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, প্রাণী দুটির স্বাস্থ্য এখনো ঠিকঠাক আছে। তবে ওজন কমাতে পান্ডা দুটির ডায়েট ও ব্যায়াম শুরু হচ্ছে। ওজন কমাতে সেগুলোকে কম লবণ-চিনি ও চর্বিমুক্ত বিশেষ খাবার দেওয়া হবে। তবে খাদ্য তালিকায় প্রোটিন রাখা হয়েছে উচ্চমাত্রায়। 

খাদ্য হিসেবে সেগুলোকে দেওয়া হবে ভাপানো রুটি, ভুট্টা ও সয়াবিন। ক্যালরি বার্ন করার জন্য সেগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা খেলার ব্যবস্থা করবেন। জাই ও বাওকে রুটিনমাফিক নিয়ম মেনে খেলতে উৎসাহিত করা হবে। চিড়িয়াখানায় বন্দি থাকায় প্রাণী দুটি আয়েশি জীবনযাপন করছে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর