সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঈদুল আজহায় আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

ঈদুল আজহায় আসছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

ঈদুল আজহায় শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সেন্সর ছাড়পত্র পেলে আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।

প্রতিষ্ঠানটির সিইও আশিকুর রহমান মঙ্গলবার বিকেলে কালের কণ্ঠকে বলেন, ‘ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা আছে আমাদের। তবে সেন্সর ছাড়পত্র যেহেতু পায়নি, তাই এখনো চূড়ান্ত কথা বলতে পারছি না।

আর আমি দেশের বাইরে ছিলাম। এটির দায়িত্ব প্রগ্রাম ডিপার্টমেন্টের। আমি যতটুকু জানি সেন্সরের বিষয়টা বাকি আছে, সেন্সর ছাড়পত্র এসে গেলে হয়তো আমরা মুক্তি দেওয়ার উদ্যোগ নিতে পারি। ’

এর নির্মাতা তপু খান কালের কণ্ঠকে বলেন, ‘আসলে বেঙ্গল মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করেছে। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। হ্যাঁ, কিছু কাজ বাকি রয়েছে, উদ্যোগ নেওয়া হলে সেটুকুও সম্পন্ন হয়ে যাবে আশা করছি। শাকিব ভাইয়ের সিনেমা ঈদে মুক্তি পাওয়াটা স্বাভাবিক। ’

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা টিওটি ফিল্মের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মঞ্জুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘‘আমাকে বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে 'লিডার,আমিই বাংলাদেশ' সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। ’’

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। গত বছরের সেপ্টেম্বরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটির শুটিং দৃশ্য ধারণের কাজ শেষ হয়।

এটি নির্মাণ করেছেন তপু খান। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

  গত বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সংবাদ সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়। একই বছরের  ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ছবির কাজ।  এবার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর