বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

‘ছেলেধরা’ বলে কেউ নেই- পুলিশ সুপার রাজশাহী

‘ছেলেধরা’ বলে কেউ নেই- পুলিশ সুপার রাজশাহী

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ বলেছেন, ‘ছেলেধরা’ বলে কেউ নেই। এটি নিছক গুজব। তাই ছেলেধরা ভেবে কাউকে গণপিটুনি দিয়ে শাস্তির মুখোমুখি হবেন না। কাউকে গণপিটুনি দেয়া মানে আইন নিজের হাতে তুলে নেয়া। আইন নিজের হাতে তুলে নেয়া শাস্তিযোগ্য অপরাধ। এসপি বলেন, কাউকে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেবেন। ছেলেধরা গুজব আতঙ্ক প্রতিরোধে সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে নিজের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, এ বিষয়ে সবাইকে সচেতন করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে প্রচারপত্র। চলছে মাইকিংও। এছাড়া মসজিদে মসজিদে ইমামদের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ