মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

কর্মবিরতি স্থগিত, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল

কর্মবিরতি স্থগিত, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল

সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কর্মবিরতির ডাক দিয়েছিল প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা। অন্যদিকে ৪১ শতাংশের বর্ধিত ট্যারিফ আলোচনার মাধ্যমে যৌক্তিকভাবে সমন্বয় করতে একইভাবে কর্মসূচির ডাক দেয় ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন।

রোববার (১৯ অক্টোবর) তারা সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বন্দরে কোনো কাজ করেননি। ফলে বন্দরে কিছু কার্যক্রমের ব্যাঘাত ঘটে। তবে জরুরিভাবে সেদিন দুপুরে আলোচনায় বসে বন্দর কর্তৃপক্ষ।

পরে পরিবহনের ওপর বাড়ানো ফি সাময়িকভাবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত করায় নিজেদের কর্মবিরতি স্থগিত করে প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা।

একইসঙ্গে টানা একসপ্তাহ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন করার কথা থাকলেও সেটি তারা স্থগিত করে নিয়েছে। ফলে সোমবার (২০ অক্টোবর) কোনো কর্মসূচি না থাকায় সচল ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

কালবেলাকে তিনি বলেন, সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে কোনো সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ছিল না। ফলে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলমান ছিল। তবে কোন আশ্বাসের প্রেক্ষিতে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি স্থগিত করেছে সেই বিষয়ে আমার জানা নেই।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম কালবেলাকে বলেন, বন্দরে গাড়ি প্রবেশের ফি বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি ডাকে প্রাইম মুভার, ট্রেইলার মালিকরা। অন্যদিকে বর্ধিত ট্যারিফ আলোচনার মাধ্যমে যৌক্তিকভাবে সমন্বয় করতে আমাদের সংগঠনকে কর্মবিরতি পালন করার ঘোষণা দেয় চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম। সেভাবে আমরা রোববার থেকে টানা চার ঘণ্টা সপ্তাহব্যাপী কর্মবিরতির কার্যক্রম শুরু করি। তবে বন্দর কর্তৃপক্ষের প্রস্তাবের ভিত্তিতে আমাদের এ কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী কালবেলাকে বলেন, গাড়ি প্রবেশের ফি না বাড়িয়ে আগের মত করে নেওয়ার সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আমরা রোববারই আমাদের (সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন) কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

এর আগে শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবাদ সভা থেকে সপ্তাহব্যাপী প্রতীকী এ কর্মসূচি ঘোষণা করেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হ‌ুমায়ূন মাহমুদ চৌধুরী। নগরের নেভি কনভেনশন হলে ওই প্রতিবাদ সমাবেশের ঘোষণা অনুযায়ী, এক সপ্তাহে মাশুল স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত না হলে বড় আন্দোলন কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সোমবার তিনি কালবেলাকে বলেন, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন, এ বিষয়ে আমাদের জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি। কোন আশ্বাসের ভিত্তিতে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করেছেন সেটা আমার জানা নেই।

সূত্র: কালবেলা

সর্বশেষ:

শিরোনাম: