মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউরিয়ার দাম প্রতি টনে কমেছে ২০৫ ডলার

ইউরিয়ার দাম প্রতি টনে কমেছে ২০৫ ডলার

আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম কমে আসছে। দুই সপ্তাহ আগে প্রতি টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সারের মূল্য ছিল ৮৭৬ ডলার, বর্তমানে যা ৬৭১ ডলারে আমদানি করা সম্ভব হয়েছে। ফলে প্রতি টন সারের দাম কমেছে ২০৫ ডলার। সপ্তাহের ব্যবধানে সারের দাম কমেছে প্রায় ২৪ শতাংশ।

জানা গেছে, চলতি অর্থবছর কৃষি খাতে প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকার ভর্তুকি রয়েছে। কিন্তু সব ধরনের সারের দাম বৃদ্ধি পাওয়ায় অর্থবছরের মাঝামাঝি এসে ভর্তুকি ২৮ হাজার কোটি টাকা ছাড়াতে পারে—এমন আভাস দিয়েছিল কৃষি মন্ত্রণালয়। তবে অর্থবছরের শেষ দিকে এসে ইউরিয়া সারের দাম কমায় স্বস্তি নেমেছে অর্থ মন্ত্রণালয়ে।

গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সার আমদানি সংক্রান্ত একটি প্রস্তাব উপস্থাপনকালে শিল্প সচিব জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম কমে আসছে। এছাড়া সারের মজুদ ব্যবস্থাপনায় আরো বেশি নজর দেয়া হচ্ছে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদিত প্রস্তাবগুলো হলো: পেট্রোবাংলা কর্তৃক সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি মোট ৮৮৬ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৮৪০ টাকায় আমদানি, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্পের আওতায় ৫০ এমএলডি একটি পানি শোধনাগার নির্মাণের পূর্তকাজ ৪৩৯ কোটি ৫১ লাখ ৩২ হাজার ৫৯৮ টাকায় ক্রয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক কমপ্লেক্স ২৫তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণের পূর্তকাজ ১৯১ কোটি ৮০ লাখ ২৫ হাজার ৫৭০ টাকায় ক্রয়।

এছাড়া চিটাগং সিটি আউটার রিং রোড (পতেঙ্গা হতে সাগরিকা) প্রকল্পের আওতায় ফিডার রোড-১, ৩ নির্মাণ এবং প্রকল্পের সৌন্দর্য বর্ধন পূর্তকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১০৮ কোটি ১৯ লাখ ২ হাজার ৩০৮ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব ও টিসিবি কর্তৃক পাঁচ হাজার টন মসুর ডাল প্রতি কেজি ১০৭ দশমিক ৫০ টাকা হিসেবে ৫৩ কোটি ৭৫ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর