বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শহরে রোগীর চাপ কমাতে সপ্তাহে এক দিন নিজ এলাকায় সেবা দিন

শহরে রোগীর চাপ কমাতে সপ্তাহে এক দিন নিজ এলাকায় সেবা দিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, রাজধানী ঢাকাসহ শহরের হাসপাতালগুলোতে রোগীর চাপ কমাতে সপ্তাহে একদিন নিজ এলাকার রোগীদের চিকিৎসাসেবা দেয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (১৭ জুন) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে নিয়োজিত চিকিৎসকদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়েছে। এ অবস্থায় যেসব হাসপাতালের চিকিৎসকের গ্রামের বাড়ি সীমান্তবর্তী অঞ্চলে তারা সেখানে গিয়ে মানুষের জীবন বাঁচাতে চিকিৎসা দিতে পারেন।

বিএসএমএমইউর যেসব চিকিৎসকের বাড়ি সীমান্তবর্তী অঞ্চলে তারা নিজ এলাকায় সেবা দিতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে বলেও জানান উপাচার্য।

আলোকিত সিরাজগঞ্জ