• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৮ ১৪২৯

  • || ১০ রমজান ১৪৪৪

দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

আলোকিত সিরাজগঞ্জ

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ফ্রান্স সফর শেষে দেশে ফিরেছেন। রোববার তিনি ৫ দিনের এই সফর শেষে দেশে ফিরে এসেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়।

সফরের সময় বিমান বাহিনী প্রধান ফ্রান্সে অনুষ্ঠিত ৫৩ তম ইন্টারন্যাশনাল পেরিস এয়ার শো-২০১৯ এ অংশ গ্রহণ করেন। তিনি এয়ার শোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের খ্যাতনামা সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন। এছাড়া, বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও উচ্চপদস্থ সামরিক/বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।

বিমান বাহিনী প্রধানের ফ্রান্স সফরের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারসহ বিমান বাহিনীর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। 

আলোকিত সিরাজগঞ্জ
আলোকিত সিরাজগঞ্জ