শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের তারুণ্যদীপ্ত মেধাবী সাংবাদিক রাজুর জন্মদিন পালিত

সিরাজগঞ্জের তারুণ্যদীপ্ত মেধাবী সাংবাদিক রাজুর জন্মদিন পালিত

জন্মদিনে সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধবদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সিরাজগঞ্জের প্রথম গণমাধ্যম দৈনিক কলম সৈনিকের বার্তা সম্পাদক, দৈনিক বর্তমান ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি তারুণ্যদীপ্ত মেধাবী সাংবাদিক ইউসুফ দেওয়ান রাজু। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের এস.এস রোডস্থ এমপির বাসভবনে সাংবাদিক ইউসুফ দেওয়ান রাজুর জন্মবার্ষিকীর কেক কেটে পালন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। 
এ সময় সাংবাদিক রাজুকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সংবাদ সংস্থা বাসসের সিরাজগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপস, একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ পারভেজ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক দিলিপ গৌড়, চ্যানেল নাইনের সিরাজগঞ্জ প্রতিনিধি সুজিত সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা একরামুল হক, সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) আলী জাহান, পৌর শ্রমিকলীগের আহবায়ক খালেদ মোশারফ শাওন, পৌর ছাত্রলীগের সভাপতি মতিউর রহমান মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল আহমেদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আব্দুল কাদের দীপু, সাবেক প্রচার সম্পাদক আশিক ইমরান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এ্যাটম বাবু প্রমুখ। এছাড়াও সামাজিক গণমাধ্যম ফেসবুক ও মোবাইলের মাধ্যমে সাংবাদিক ইউসুফ দেওয়ান রাজুকে অসংখ্য মানুষ শুভেচ্ছা জানান। 
জন্মদিনে এমপি ডাঃ হাবিবে মিল্লাত সাংবাদিক রাজুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, দেশের কল্যাণে সাংবাদিকদের জীবনবাজি নিয়ে কাজ করতে হয়। কারণ দেশের অনিয়ম ও দুর্নীতির সংবাদগুলো সাংবাদিকের জনগণের সামনে তুলে ধরেন। এতে নানা বাঁধা ও হুমকির সম্মুখীন হতে হয়। এজন্য নিজেদের স্বার্থেই সাংবাদিকদের এক হয়ে দেশের উন্নয়নমূলক সংবাদ প্রচার করে অবদান রাখতে হবে। এ সময় তিনি সবাইকে দলমতের ঊর্ধ্বে উঠে সাংবাদিক পরিচয়ে পরিচিত হবারও আহবান জানান। 

 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর