শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্রাভোর ইনজুরিতে কপাল খুলল আরেক অলরাউন্ডারের

ব্রাভোর ইনজুরিতে কপাল খুলল আরেক অলরাউন্ডারের

কুচকির ইনজুরির কারণে শেষ হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর এবারের আইপিএল। চোট পাওয়ায় মাত্র ছয় ম্যাচ খেলেই চেন্নাই সুপার কিংসকে বিদায় জানিয়ে নিজ দেশে ফিরে যাচ্ছেন টি-টোয়েন্টি ক্রিকেটের এ চ্যাম্পিয়ন বোলার।

শুধু আইপিএল নয়, তিনি ছিটকে গেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেও। তার ইনজুরিতে কপাল খুলেছে আরেক পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ডের। ব্রাভোর জায়গায় তাকে টি-টোয়েন্টি স্কোয়াডে ডেকে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

অনাকাঙ্ক্ষিত কারণে নিউজিল্যান্ড সফর থেকে বাদ পড়ার হতাশা প্রকাশ করে ব্রাভো বলেছেন, ‘গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর জাতীয় দলের জার্সি গায়ে জড়াইনি। তাই আমি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে মুখিয়ে ছিলাম। আগামী বছর হতে যাওয়া বিশ্বকাপে আমাদের শিরোপা ধরে রাখতে আমরা সবাই প্রস্তুত।’

‘দূর্ভাগ্যবশত শনিবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে ইনজুরিতে পড়লাম। এটি শুধু আইপিএল নয়, আমার নিউজিল্যান্ড সফরও শেষ করে দিয়েছে। ত্রিনিদাদে ফিরে আমি আমার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবো। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য আমি বদ্ধ পরিকর। আরও ভালোভাবে ফিরে আসব আমি।’

ব্রাভোর বদলে সুযোগ পাওয়া রোমারিও শেফার্ড সবশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ২৩.১৬ গড়ে ৬ উইকেট শিকার করেছেন। সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শেফার্ড বলেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ, যা আমি দুই হাতে লুফে নিতে চাই। আমি এর আগেও দলে ছিলাম, তাই আবহটা জানি। এ সফরের জন্য প্রস্তুত আছি।’

গত বছরের নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শেফার্ডের। এখনও পর্যন্ত খেলেছেন ৫টি ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি ম্যাচ।

নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড কাইরন পোলার্ড (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, রোমারিও শেফার্ড, শেলডন কটরেল, আন্দ্রে ফ্লেচার, শিমরন হেটমায়ার, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ারস, রভম্যান পাওয়েল, কেমো পল, নিকোলাস পুরান, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র এবং কেসরিক উইলিয়ামস।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর