শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রেসপো বলছেন, বাবার কারণেই বার্সা ছাড়তে পারেননি মেসি

ক্রেসপো বলছেন, বাবার কারণেই বার্সা ছাড়তে পারেননি মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনার মধ্যকার দ্বন্দ্ব চলেছে প্রায় দশদিন, এর সমাধানও হয়ে গেছে প্রায় ৮ দিন আগে। তবে থেমে নেই মেসির বার্সেলোনা ছাড়া সম্পর্কিত আলোচনা। দীর্ঘ ২০ বছর যে ক্লাবে খেলেছেন, হুট করে সেটি ছাড়তে চাওয়ার কারণেই মূলত মেসি ও বার্সেলোনাকে ঘিরে এতো গুঞ্জন।

নতুন করে এ আলোচনায় যোগ দেয়া আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড হার্নান ক্রেসপো মনে করেন, সত্যিই যদি বার্সেলোনা ছাড়তে চান মেসি, তাহলে তার বাবার বদলে পেশাদার কাউকে এই দায়িত্বটা দেয়া উচিৎ। বর্তমানে লিওনেল মেসির বাবা জর্জ মেসিই তার সন্তানের এজেন্ট ও ম্যানেজার।

কিন্তু ক্রেসপোর মতে, বাবার কারণে বেশি ঝামেলা পোহাতে হয়েছে লিওনেল মেসিকে। তার বদলে পেশাদার কোনো ম্যানেজার যদি বিষয়টি দেখতেন, তাহলে মেসির ক্লাব ছাড়া আরও সহজ হতো এবং ঝামেলাও তৈরি হতো অনেক কম। তা না করে বাবার মাধ্যমেই সমাধান খোঁজার চেষ্টাটা মেসির ভুল ছিল বলে মনে করেন ক্রেসপো।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ক্রেসপো বলেছেন, ‘সে (জর্জ মেসি) বাবা ব্যক্তিত্বের বাইরে আসতে পারেনি। কিন্তু এমন সব পরিস্থিতিতে একজন পেশাদার মানুষ দরকার হয়। একজন বাবার কথা বলার সঙ্গে একজন এজেন্টের কথা বলা কখনও মিলবে না। কোনো এজেন্ট পেশাদারী বিষয়কে পারিবারিক ঘটনা হিসেবে দেখবে না।’

‘আমি ওর (লিওনেল মেসি) বাবার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাই না। কিন্তু তার তো এসব জটিল বিষয়াদির সম্পর্কে অন্য এজেন্টদের মতো বিস্তর জ্ঞান নেই। আমরা কথা বলছি পরিচালক, চুক্তি এবং টাকার ব্যাপারে। এসব পরিস্থিতিতে নিজেকে সামলাতে পারে, এমন কাউকে দরকার হয়।’

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর