শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাকের কাছ থেকে উপহার পাচ্ছে শিশু গ্যাবি

কাকের কাছ থেকে উপহার পাচ্ছে শিশু গ্যাবি

কাকদের খাবার খাইয়ে বিনিময়ে তাদের কাছ থেকে উপহার পেয়ে আসছে ওয়াশিংটনের সিয়াটলের বাসিন্দা আট বছরের শিশু গ্যাবি ম্যান। চার বছর ধরে কাকদের খাবার খাইয়ে আসছে সে। 

বিনিময়ে পাওয়া উপহারের মধ্যে রয়েছে পুঁতি, মসৃণ পাথর, লেগো, ধাতব বস্তু, পেপার ক্লিপ, বোতাম এবং ফোমের টুকরা। 

জানা যায়, গ্যাবির খাবার ফেলে দেয়ার অভ্যেস ছিল। একদিন গাড়ি থেকে নেমে একটি চিকেন নাগেট ফেলে দেয়ার পর দেখা গেলো অনেকগুলো কাক এসে সেটি নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। 

তারপর থেকে সে তার যাওয়া-আসার পথে গাড়ি থেকে নেমে কাকদের খাবার দিতে শুরু করে। কাকেরা যখন বুঝে ফেলল গ্যাবি প্রতিদিন গাড়ি থেকে নেমে এসে খাবার দিয়ে যায় তাই তরা অপেক্ষা করতে শুরু করে। 

এরপর প্রতিদিন সকালে গ্যাবি এবং তার মা তাদের বাড়ির পেছনের উঠানে কাকদের জন্য বাদাম ও কুকুরের জন্য তৈরি খাবার রেখে যায় এবং চৌবাচ্চার পানি বদলে দিয়ে যায়। এখান থেকেই ধীরে ধীরে কাকদের মধ্যে উপহার নিয়ে আসার অভ্যাস শুরু হয়।

একবার গলির মাথায় ছবি তুলতে গিয়ে গ্যাবির মা লিসা তার লেন্স ক্যাপটি হারিয়ে ফেলেন। পরে একটি কাক এসে ক্যাপটি দিয়ে যায়। তিনি প্রথমে নিশ্চিত ছিলেন না কাকই ক্যাপটি নিয়ে এসেছে। কিন্তু বাড়িতে পাখি দেখার জন্য লাগানো ক্যামেরার ভিডিওতে তিন দেখতে পান একটি কাক ক্যাপটি নিয়ে এসে চৌবাচ্চার পানিতে বার বার চুবিয়ে নিচ্ছে। অবশ্য উপহারের সব জিনিসই যে খুব চমৎকার তা নয়। একবার একটি কাক পঁচতে থাকা কাঁকড়ার দাঁড়া নিয়ে এসেছিল।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রানী বিভাগের অধ্যাপক জন মারজলুফ গ্যাবির এই ঘটনার মাধ্যমে উদ্বুদ্ধ হতে লোকেদের পরামর্শ দেন এবং বলেন, “যদি আপনারা কাকের সঙ্গে বন্ধন তৈরি করতে চান তাহলে তাদের নিয়মিত সেবা করে যান।” 

তিনি বলেন, কাকের সঙ্গে ভালো আত্মীয়তা তৈরি করা খুবই সম্ভব তবে তারা যে উপহার নিয়ে আসবেই সেই নিশ্চয়তা দেয়া যায় না। 

পাখিদের মধ্যে কাকদের বুদ্ধিমত্তা চমকপ্রদ। এদের বুদ্ধিমত্তাকে সাত বছরের মানব শিশুর বুদ্ধিমত্তার সঙ্গে সমতুল মনে করা হয়। সূত্র: বিজ্ঞান পত্রিকা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর