শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে পপিফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে জরিমানা

সিরাজগঞ্জে পপিফুডকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে জরিমানা

সিরাজগঞ্জের বিসিক শিল্প এলাকায় অস্বাস্থ্যাকর পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি, কেক ইত্যাদি পণ্যের সবগুলোর বিএসটিআই এর অনুমোদন না থাকার  দায়ে এবং অসাস্থ্যকর পরিবেশে এসকল পণ্য উৎপাদনের দায়ে মের্সাস পপি ফুড প্রোডাক্টসকে মোটা অংকের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার  (২৮ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাসুদুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন জেলা সেনেটারী ইন্সেপেক্টর আলী নওয়াজ চৌধুরী, পেশকার মোঃ জাহাঙ্গীর আলম এবং পুলিশ সদস্যবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদ্যনাতের বিসিক শিল্প এলাকায় পপি ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান চালানো হয়।

এ সময় করোনা ভাইরাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরী ও খাদ্য  সামগ্রী  তৈরী করার দায়ে মের্সাস পপি  ফুড প্রোডাক্টসের ম্যানেজার মুকুল হোসেনকে ভোক্তা অধিকারের ৫৩ ধারায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো.মাসুদুর রহমান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে যা স্বাস্থ্যর জন্য বেশি ক্ষতিকর। চানাচুর, বিস্কুট এগুলো তৈরি করা হচ্ছে যার সবগুলোর ক্ষেত্রে বিএসটিআই এর অনুমোদন নেয়া হয়নি। এ ধরনের  প্রতিষ্ঠানে অবশ্যই বিএসটিআই এবং স্বাস্থ্য  সাটিফিকেট নিয়ে পণ্য তৈরি করা জন্য বলা হয়। তিনি  আরও  বলেন, উপযুক্ত পরিবেশ এই খাদ্যদ্রব্য  প্রস্তুত নিশ্চিত করণ না করতে পারলে পরবর্তীতে আরও বড় ধরনের জরিমানা করা হবে বলে তিনি  জানান । 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর