মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জে একই দিনে তিনটি বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা সহ অর্থদণ্ড

সিরাজগঞ্জে একই দিনে তিনটি বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা সহ অর্থদণ্ড

সিরাজগঞ্জে গোপন সূত্রের ভিত্তিতে বাল্যবিবাহ হচ্ছে সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া গ্রাম ও পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৩ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। 

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদর এসিল্যান্ড মোহাম্মদ রহমতউল্লাহ। 

তিনি জানান, বাল্যবিবাহের শিকার হতে যাওয়া অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের একজনের বয়স ১৬ ও দুইজনের বয়স ১৫ বছর। তাদের অভিভাবকদের নিকট থেকে ১৮ বছর বয়স হওয়ার পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেয়া হয় এবং এসময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় উভয়পক্ষকে সর্বমোট ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার টাকা) অর্থদন্ড দেয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের স্টাফগণ ও আনসার বাহিনীর সদস্যগণ।

আলোকিত সিরাজগঞ্জ