শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ী ও ৪ জুয়াড়িসহ ৮ জন গ্রেফতার

শাহজাদপুরে তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ী ও ৪ জুয়াড়িসহ ৮ জন গ্রেফতার

গত ২৪ ঘন্টায় শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ী ৪ জুয়ারিসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৬২ পিছ ইয়াবা ও সাড়ে ৩’শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলামের নির্দেশনায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খানের নেতৃত্বে ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ ও এসআই খলিল সঙ্গীয়ফোর্সসহ বুধবার (৭ এপ্রিল) ৭টায় উপজেলার বেলতৈল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাজাসহ একই এলাকার আলম শেখের ছেলে সোবহান শেখ (৩৫) ও চরকাদাই গ্রামের আজিম গায়ানের ছেলে মানিক গায়ান (৩৬) কে গ্রেফতার করে।

এছাড়া এদিন ভোররাতে এসআই রঞ্জু সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬২ পিছ ইয়াবাসহ কায়েমপুরের ভুলু সরকারের ছেলে রবিন সরকার (২৬) কে গ্রেফতার করে। এছাড়া মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে এসআই কাঞ্চন সঙ্গীয় ফোর্সসহ দরগাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২’শ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী জোস্না খাতুন (৫৫) কে গ্রেফতার করে।

একইদিন সন্ধ্যায় এসআই রঞ্জু সঙ্গীয় ফোর্সসহ চিনাধুকুরিয়া কাঁচা রাস্তা সংলগ্ন এলাকা থেকে ৫০ গ্রাম গাজাসহ ব্রজবালার হাজী মতিয়ার রহমান তালুকদারের ছেলে আবু হান্নান (৫০) ওরফে হাবলুকে গ্রেফতার করে।

এদিকে, মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে এসআই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ দ্বারিয়াপুর খাঁ পাড়া মহল্লার আলতাব আলীর বাঁশঝাঁড়ে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় দ্বারিয়াপুর ভূষিপট্টির মৃত হায়দার আলীর ছেলে কোরবান আলী (৪৫), কান্দাপাড়ার মোশাররফের ছেলে আলম (৪০), হযরতের ছেলে সেলিম (৩০) ও গঙ্গাপ্রসাদের নওশের আলীর ছেলে রুবেল মুন্সী (৪৫) নামের ৪ জুয়ারিকে গ্রেফতার করে। বুধবার গ্রেফতারকৃত ৮ জনকে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

শাহজাদপুরে সন্ত্রাস, মাদক ও জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানিয়েছেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর