শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রায়গঞ্জে নৌকার মেয়র প্রার্থীর সাথে শিক্ষকদের মতবিনিময় সভা

রায়গঞ্জে নৌকার মেয়র প্রার্থীর সাথে শিক্ষকদের মতবিনিময় সভা

আগামী ১৬ জানুয়ারি রায়গঞ্জ পৌর সভা নির্বাচনে বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষে পৌর সভার অভ্যন্তরে স্কুল-কলেজ-মাদ্রাসার প্রধান ও শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সরকারি বেগম নুরুণ নাহার তর্কবাগীশ অনার্স কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ সভায় অধ্যক্ষ মো. সিরাজুল হকের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ফজলুল হক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কলাম আজাদ (হৃদয়)।

অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল পাঠান, সরকারি বেগম নুরুণ নাহার তর্কবাগীশ তর্কবাগীশ অনার্স কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক আতাউর রহমান খান, রায়গঞ্জ উপজেলা-সদর ধানঘরা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষের পক্ষে সহকারী অধ্যাপক সাজেদুল আলম, রায়গঞ্জ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষের পক্ষে প্রভাষক মো. আব্দুল বারী, ধানগড়া সিনিয়র ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ রইস উদ্দিন, ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, রায়গঞ্জ উপজেলা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষে সহকারি শিক্ষক আব্দুল হান্নান, ধানঘরা মহিলা দাখিল মাদ্রাসার সুপার লুৎফর রহমান বক্তব্য রাখেন।

এর আগে কলেজের পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়) ও বিআরডিবি’র চেয়ারম্যান ফরহাদ আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর