শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি

এইচএসসি’র ফল প্রকাশ করা হয়েছে ১৭ জুলাই। আর কদিন পর শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে টিকে থাকার লড়াই। হয়তো ভাবছেন এখনো অনেক সময় বাকি- তাহলে ভূল করবেন। ভর্তি পরীক্ষায় কাঙ্খিত ফল লাভে এখন থেকেই নিতে হবে জোর প্রস্তুতি। আপনাদের প্রস্তুতির সুবিধার্থে ধারাবাহিক এ আয়োজন। আশা করি উপকৃত হবেন।

গ ইউনিট-বাংলা

১. ‘তামার বিষ’ বাগ্ধারাটির অর্থ-

ক. অত্যান্ত বিষাক্ত              খ. অর্থের কুপ্রভাব

গ. চাকচিক্যময় জীবন        ঘ. দীর্ঘস্থায়ী শত্রুতা

 

২. কোন বানানটি ঠিক?

ক. আকাঙ্খা                 খ. প্রতিযোগীতা

গ. মুমূর্ষূ                        ঘ. পরিণয়

 

৩. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়?

ক. চৌরাস্তা                    খ. তেপায়া

গ. পঞ্চবট                     ঘ. দশগজি

 

৪. ‘টেঁকে গোঁজা’ বাগ্ধারাটির অর্থ-

ক. পকেট ভারী করা                    খ. ক্ষমতা পরীক্ষা করা

খ. অবহেলা করা                          ঘ. সহজে কাবু করা

 

৫. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম প্রকাশিত হয়-

ক. চট্টগ্রাম থেকে                             খ. ঢাকা থেকে

গ. কলকাতা থেকে                           ঘ. ময়মনসিংহ থেকে

 

৬. ‘সন্নিকৃষ্ট’ এর বিপরীত শব্দ কোনটি?

ক. বিস্তৃত                    খ. বিশ্লিষ্ট

গ. দূরবর্তী                      ঘ. বিপ্রকৃষ্ট

 

৭. ‘এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবন-যাপন করে যে’ - কথাটিকে এক কথায় প্রকাশ কর।

ক. যাযাবর                 খ. পর্যটক

গ. পথিক                   ঘ. অভিযাত্রী

 

৮. আধুনিক বাংলা কবিতায় ‘ ভোরের পাখি’ কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর                      খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. বিহারীলাল চক্রবর্তী                  ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

 

৯. ‘অপরিচিতা’ গল্পের অনুপমের বাবার পেশা কী ছিল?

ক. চাকুরি                    খ. ইঞ্জিনিয়ারিং                গ. ওকালতি     ঘ. শিক্ষকতা

 

১০. নিচের কোন শব্দটি শুদ্ধ?

ক. অন্তস্থল       খ. অন্তঃস্থল      গ. অন্তস্তল       ঘ. অন্ততল  

 

১১. নিচের কোনটির পুরুষবাচক শব্দ নেই?

ক. ঠাকুরাণী     খ. এয়ো                   গ. দুলাইন       ঘ. জেনানা

 

১২. মেঘনাদের পিতামহীর নাম কী?

ক. প্রমীলা        খ. চিত্রাঙ্গদা      গ. মন্দোদরী     ঘ. নিকষা

 

১৩. ‘ধান্য তার বসুন্ধরা যার’।  এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধৃত হয়েছে?

ক. বিড়াল        খ. সাম্যবাদী     গ. অপরিচিতা   ঘ. চাষার দুক্ষু

 

১৪. ‘উপর্যুক্ত’ এর সন্ধিবিচ্ছেদ কী?

ক. উপর+যুক্ত                    খ. উপরি+উক্ত

খ. উপ+যুক্ত                      ঘ. উপঃ+যুক্ত

 

১৫. ‘আহবান’ শব্দের প্রমিত উচ্চারণ-

ক. আহোব্বান্   খ. আহোভান    গ. আউভান্      ঘ. আওভান্

 

১৬. ‘উদক’ এর সমার্থক শব্দ কোনটি?

ক. জল                  খ. অন্ন                  গ. ত-ুল             ঘ. ফলাহার  

 

১৭. ‘চশমা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. আরবি        খ. ফরাসি        গ. তুর্কি          ঘ. পর্তুগিজ

 

১৮. আঠারো বছর বয়সে কী নেই?

ক. ঝুঁকি                   খ. মন্ত্রণা         গ. সংশয়        ঘ. কাঁদা

 

১৯. নূরলদীনের বাড়ি কোথায় ছিল?

ক. দিনাজপুর                     খ. নওগাঁ

গ. রংপুর                           ঘ. রাজশাহী

 

২০. মোতাহের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

ক. স্বদেশী       খ. অসহযোগ          গ. ভাষা          ঘ. বুদ্ধির মুক্তি

 

উত্তর : ০১।খ ০২।ঘ ০৩।খ ০৪।ক  ৫।খ ৬।ঘ ৭।ক ০৮।গ ০৯। গ ১০।গ ১১।খ ১২।ঘ ১৩।ঘ ১৪।খ ১৫।ঘ  ১৬।ক ১৭।খ ১৮।গ ১৯।গ ২০।ঘ

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর