শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির সময়ে উন্নয়ন হয়নি: হানিফ

বিএনপির সময়ে উন্নয়ন হয়নি: হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেনি। আর এখন ক্ষমতার বাইরে থেকে ষড়যন্ত্র করছে।

বুধবার বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিবস উপলক্ষে রাজধানীর আজিমপুর কমিউনিটি সেন্টার মাঠে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, দেশে যারা খালেদা জিয়াকে বলতো- আহা কী সুন্দর, কিন্তু দেখতে সুন্দর হলে কী হবে, তার ভেতরে যে কালো, তা আজকে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত। ক্ষমতায় থেকে দেশকে কিছু দিতে পারেননি। তিনি তার ছেলেকে দিয়ে দেশ ধ্বংস করেছেন। এমনকি দুর্নীতি করতে করতে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদের ধ্বংসাত্মক রাজনীতি আর করতে দিতে চায় না। জনগণ শান্তি চায়, উন্নয়ন চায়, অগ্রগতি চায়। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, সেখানে কেউ বাধা দিতে এলে, সেই বাঁধা উড়িয়ে দেবে জনগণ।

ক্ষমতাসীন দলের এ নেতা বলেন, ৭৫ এর পর থেকে যারা ক্ষমতায় ছিল, তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার। আজকে ১০ বছর হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়, আর এই ১০ বছরে আমাদের দেশের ব্যাপক পরিবর্তন এবং উন্নয়ন হয়েছে, মানুষ শান্তি পাচ্ছে।

তিনি আরো বলেন, ২০০৬ সালে বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিল, তখন হাওয়া ভবন বানিয়ে দুর্নীতি করে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র বানিয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে- যে বাংলাদেশকে পৃথিবীর সব দেশ বলতো বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। আজ সেই বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে পৌঁছেছে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, এতিমের টাকা আত্মসাতের দায়ে যিনি কারাগারে আছেন, তাকে মুক্ত করার দায় বাংলাদেশের জনগণ কখনও নেবে না। যিনি দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিদেশে পলাতক, তাকে যদি দেশে ফিরিয়ে আনা হয়, দেশের জনগণ রাজনীতিতে তাকে গ্রহণ করবে না।

বিএনপির আন্দোলনের হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, কেনো আন্দোলন করে দেশকে আরো নিচের দিকে ধাবিত করতে চাচ্ছেন। অনুরোধ থাকবে, নিজেদের কথা বাদ দিয়ে জনগণের কথা ভাবেন। দেশের উন্নয়নের জন্য সরকারকে সহযোগিতা করেন। উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন না। তাহলে জনগণ আপনাদের কখনও ক্ষমা করবে না।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর