শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় ছেলেধরা গুজব ঠেকাতে মাঠে প্রশাসন

পাবনায় ছেলেধরা গুজব ঠেকাতে মাঠে প্রশাসন

ছেলেধরা গুজবের কারণে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন পাবনার চাটমোহর উপজেলার অভিভাবকেরা। প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কমে গেছে উপস্থিতির হার। গণপিটুনিতে আহত হয়েছেন নারীসহ তিন ব্যক্তি। উপজেলাবাসীকে আশ্বস্ত করতে এবং ছেলেধরা আতঙ্ক কাটাতে জনসচেতনতামূলক সভা করছে উপজেলা ও পুলিশ প্রশাসন।

অভিভাবকেরা বলছেন, শুধুমাত্র ছেলেধরা গুজবের কারণে নিজেদের শিশু সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে সন্তানকে। অনেকে ভয়ে সন্তানকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাচ্ছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানের সঙ্গে যাচ্ছেন, আবার ছুটির পরে সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছেন অনেকে।

সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ছেলেধরা সন্দেহে এক নারীসহ তিনজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এর মধ্যে একজনকে দেওয়া হয়েছে পুলিশের হাতে। যদিও গণপিটুনির শিকার হওয়া ব্যক্তিরা কেউই ছেলেধরা ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। গুজব থেকে এ ঘটনা ঘটেছে।

এদিকে ছেলেধরা গুজবের বিষয়ে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। স্কুল-কলেজ ও ইউনিয়ন পর্যায়ে সভা-সমাবেশ করছেন তারা। ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ করেন চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. হামিদ মাষ্টার, ইউএনও সরকার অসীম কুমারসহ অন্যরা।

চাটমোহর সদরস্থ শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা খাতুন বলছিলেন, তার স্কুলে উপস্থিতির হার কমে গেছে। প্রথম দিকে এর হার বেশি ছিল। গুজবের আগে স্কুলটিতে উপস্থিতির হার ছিল ৯০/৯৩ ভাগ। এখন সে হার দাঁড়িয়েছে ৮২/৮৪ ভাগ।

চাটমোহর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আনোয়োর হোসেন বলেন, স্কুলগুলোতে উপস্থিতির হার কমে গেছে। শুরুতে বেশি কমলেও এখন উপস্থিতির হার একটু বাড়তে শুরু করেছে। ভয় কাটাতে শিক্ষার্থীদের কাছে গুজবের বিষয়টি পরিষ্কার করছি আমরা ও শিক্ষকেরা। শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে মতবিনিময় করছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক কমছে।

সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন বলেন, ছেলেধরা আতঙ্ক কাটাতে ও সচেতনতা বাড়াতে আমরা পুলিশ কর্মকর্তারা স্কুল-কলেজগুলোতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে সভা করছি। পুলিশের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার জন্য মাইকিং করছি। তিনি এ বিষয়ে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতাও কামনা করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর