বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টেস্ট দলে জায়গা করাই আমিনুলের লক্ষ্য

টেস্ট দলে জায়গা করাই আমিনুলের লক্ষ্য

টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন আমিনুল ইসলাম বিপ্লব। চট্টগ্রামে অনুষ্ঠিত সে ম্যাচে দুই উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এরইমধ্যে সাত টি-টোয়েন্টি ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নিয়মিত হওয়ার পর এবার টেস্ট দলে জায়গা করে নিতে চান আমিনুল। 

শুরু থেকেই টেস্ট দলে একজন মানসম্পন্ন লেগ স্পিনারের সন্ধান করছে বাংলাদেশ। কিন্তু এখনো ভরসা করার মতো কাউকে পাওয়া যায়নি। সেই অসম্ভবকে এখন সম্ভব করতে চান আমিনুল। টি-টোয়েন্টির পারফরম্যান্স তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। ফলে আমিনুলের মূল লক্ষ্য এখন টেস্ট দল। এর আগে লেগ-স্পিনার জুবায়ের হোসেন লিখনকে নিয়ে চেষ্টা করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। 

আমিনুলের বিশ্বাস, কঠোর পরিশ্রম টেস্ট দলে সুযোগ পেতে তাকে সহায়তা করবে। এ ব্যাপারে আমিনুল বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারেরই লক্ষ্য থাকে লাল বলের ক্রিকেটে খেলা। আমারও সেটা আছে। যদি কখনো সুযোগ হয় নিজের সেরাটা দিয়েই চেষ্টা করব।’

টেস্ট দলে সুযোগ পেতে নিজেকে নিয়ে আলাদাভাবে কাজ করেছেন বলে জানান আমিনুল। তিনি বলেন, ‘লকডাউনের সময় বোলিং করার কোন সুযোগ ছিলো না। চার মাসের করোনা বিরতিতে নিজের বোলিংয়ের পুরোনো ভিডিওগুলো দেখেছি। বোঝার চেষ্টা করেছি কোথায় ঘাটতি আছে, কোথায় আরো উন্নতি করতে হবে। মিরপুরে যখন ব্যক্তিগত অনুশীলন শুরু করি, তখন লেগ-স্পিন দিয়ে শুরু করি। ধীরে ধীরে গুগলি, ফ্লিপার এগুলো নিয়েও কাজ করেছি। আশা করছি, সামনে আরো ভালো কিছু হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ব্যক্তিগত অনুশীলনে বেশ ঘাম ঝড়াচ্ছেন আমিনুল। তিনি জানান, ধীরে-ধীরে বোলিংয়ে ছন্দ ফিরে পাচ্ছেন। এই লেগি বলেন, ‘ব্যাটসম্যান ছাড়া বোলিং করলে নিজের ব্যাপারে জানা যায় না। সামনে একজন ব্যাটসম্যান থাকলে তার বিপক্ষে বল করলে নিজের শক্তি বা দুর্বলতার জায়গাটা বোঝা যায়। ব্যাটসম্যানদের বোলিং করতে পেরে তাই ভালো লাগছে। প্রথম দিকে মানিয়ে নিতে সবারই কষ্ট হয়েছে। তবে এখন সবাই অনুশীলন করতে স্বাচ্ছন্দ্যবোধ করছি।’

আলোকিত সিরাজগঞ্জ