শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতার ফসলী মাঠ পরিদর্শনে তাড়াশ ইউএনও

জলাবদ্ধতার ফসলী মাঠ পরিদর্শনে তাড়াশ ইউএনও

তাড়াশে জলাবদ্ধতা নিরসনে জন্য বুধবার বিকেলে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর বাজার সমাবেশ করে ভুক্তভোগী কৃষক। এবং জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রæত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় সমাবেশ থেকে। এ জলাবদ্ধতার খবর বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন ভার্সনে প্রকাশিত হয়। তারই প্রেক্ষিতে ২২(অক্টোবর) উপজেলা মাসিক আইন শৃংখলা ও সমন্বয় সভায় আলোচনা অনুষ্ঠিত হয়।

এবং ঘটনাস্থল পরিদর্শনের সিদ্ধান্ত গৃহিত হয় সভা থেকে। ওই সিদ্ধান্ত মোতাবেক জলাবদ্ধতা নিরসনের জন্য ২২(অক্টোবর) বৃহঃস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন যান উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জমান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্ননাহার লুনা. উপজেলা প্রকোশলী বাবুল মিয়া, সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, তাড়াশ মডেল প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা সহ সংবাদ কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানকে কাছে পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন অপরিকল্পিতভাবে যত্রতত্র ভাবে প্রভাবশালীদের অবৈধ পুকুর খননের প্রভাবে সদর ইউনিয়নের মাধবপুর, মথুরাপুর, চক গোপিনাথপুর, বিদিমাগুড়া ও বোয়ালিয়া গ্রাম এলাকার বিস্তীর্ণ মাঠে বন্যার পানি আটকে রয়েছে। আশপাশের কৃষি জমি থেকে পানি নেমে গেলেও তাদের জমি কোমড় পানিতে তলিয়ে আছে। এসময় কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক ও কৃষক নেতা মীর শহিদুল ইসলাম শহিদ উপস্থিত সবার উদ্দেশ্য বলেন সদর ইউনিয়নে প্রায় ৩ হাজার বিঘা জমি এখনও পানির নিচে। জলাবদ্ধতা নিরসনে সরকারিভাবে সহযোগিতা কামনা করছি। নচেৎ এই এলাকার কৃষকদের বোরো আবাদ করা সম্ভব হবেনা। এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম বলেন, যারা অপরিকল্পিতভাবে যত্রতত্র অবৈধ পুকুর খনন করেছে তাদের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে ব্যাবস্থা নেয়া হবে। শিগগিরই জলাবদ্ধতা নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর