শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাজিপুর উপ-নির্বাচনে ভোটের দিক থেকে সোনামুখী উচ্চ বিদ্যালয় সেরা

কাজিপুর উপ-নির্বাচনে ভোটের দিক থেকে সোনামুখী উচ্চ বিদ্যালয় সেরা

সদ্য সমাপ্ত জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ নির্বাচনে ভোট পড়েছে ৫১.৭৫ শতাংশ।  আ.লীগ প্রার্থী তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ৩২৫ ভোট। ধানের শীষ মার্কায় বিএনপির সেলিম রেজা পেয়েছেন  ৪৬৮ ভোট। ফফলাফল বিশ্লেষণ- ১ নং সোনামুখী ইউনিয়ন

মোট ভোট কেন্দ্র ১২ টি। এই ইউনিয়নে আ.লীগের উপজেলা পর্যায়ের নেতা উজ্জ্বল ভৌমিক। তিনি উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তার নিজ ভোটকেন্দ্র সোনামুখী উচ্চ বিদ্যালয়। মোট ভোটার ২ হাজার ৮৭২। ভোট পড়েছে ১ হাজার ৭৯৫টি। শতকরা হার ৬২.৫০। এটাই এই ইউনিয়নের সেরা ফলাফল।

দ্বিতীয় অবস্থানে রয়েছে  পারুলকান্দি সপ্রাবি কেন্দ্র । এখানে আ.লীগের কোন পরিচিত নেতা নেই। সিমান্তঘেঁষা এই গ্রামটি ভোটের অবস্থানে ইউনিয়নে ভালো করেছে।  মোট ভোটার ১৪৪৯। ভোট পড়েছে ৮৬৮ টি। ধানের শীষ ৩ টি।  শতকরা হার ৫৯.৯০।

তৃতীয় অবস্থানে চরকাদহ সপ্রাবি কেন্দ্র। মোট ভোটার ১৩৬৪। ভোট পড়েছে ৮০৫। ধানের শীষ ১ টি। শতকরা হার ৫৯.০২।

চতুর্থ অবস্থানে রয়েছে রশিকপুর সপ্রাবি কেন্দ্র। এখানে মোট ভোটার ১১৯৯। ভোট পড়েছে ৭০৭। ধানের শীষ ১ ভোট। শতকরা হার ৫৮.৭৯।

পঞ্চম অবস্থানে  হরিনাথপুর সপ্রাবি। মোট ভোটার ২৫৪৬। ভোট পড়েছে ১৪৮২। ধানের শীষ ১ টি। শতকরা হার ৫৮.২১। এখানে আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আ.লীগের সদস্য ফরিদুল ইসলাম নেতৃত্ব দিয়েছেন। এখানকার ভোটার ও আরেক নেতা আজগর আলী সোনামুখী ইউনিয়ন আ.লীগের সভাপতি । তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ষষ্ঠ অবস্থানে হরিনাথপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এখানে বেশ কয়েকজন নেতা রয়েছেন। ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল, বর্তমান সাংগঠনিক সম্পাদক রিপন উল্লেখযোগ্য। এখানে মোট ভোটার ৩২৯৩। ভোট পড়েছে ১৮৭২। ধানের শীষ ১ টি। শতকরা হার ৫৬.৮৫।

সপ্তম অবস্থানে সোনামুখী ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের কেন্দ্র পরাণপুর সপ্রাবি। মোট ভোটার ১৭৬৮। ভোট পড়েছে ৯৬৫। শতকরা হার ৫৪.৫৮।

অষ্টম অবস্থানে স্থলবাড়ি সপ্রাবি কেন্দ্র। এখানকার নেতাদের মধ্যে যুবলীগের ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম মেম্বর, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার উল্লেখযোগ্য। মোট ভোটার ৪০০৩। ভোট পড়েছে ২১৭৬। ধানের শীষ ১ টি। শতকরা হার ৫৪.৩৪।

নবম অবস্থানে রয়েছে সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টারের কেন্দ্র কৃষ্ণগোবিন্দপুর সপ্রাবি।  মোট ভোটার ৩ হাজার ৪৬৪। ভোট পড়েছে ১ হাজার ৮৫৫ টি। এরমধ্যে মাত্র ১ ভোট পেয়েছেন ধানের শীষ। শতকরা হার ৫৩.৫৫। এখানকার আরেক নেতা ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু।  ভোট চলাকালিন সাংবাদিকদের জানিয়েছেন ভোটার আনতে তিনি সার্বক্ষণিক চেষ্টা করেছেন।

দশম অবস্থানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজমুল হোসেন, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী খানের রৌহাবাড়ি সপ্রাবি ভোটকেন্দ্র। মোট ভোটার সংখ্যা ৪৪৯৭। ভোট পড়েছে ২৩২৩। এখানে ধানের শীষে কোন ভোট পড়েনি। শতকরা হার ৫১.৬৬। ভোট চলাকালিন চেয়ারম্যান শাহজাহান আলী জানিয়েছেন অনেক ভোটার নানা স্থান থেকে এসে এখানে বসতি স্থাপন করেছেন, যারা ভোটের সময় কর্মস্থল থেকে আসেননি। এছাড়া তিনি সার্বক্ষণিক ভোটার টানতে সচেষ্ট ছিলেন বলে জানিয়েছেন।

একাদশ অবস্থানে রয়েছে উত্তর পাইকপাড়া সপ্রাবি। মোট ভোটার ১২৮৪। ভোট পড়েছে ৬৬৩। ধানের শীষ ১ টি। শতকরা হার ৫১.৬৪। এখানকার নেতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বর্তমান ইউপি সদস্য সোহেল রানা। আশ্চর্যের বিষয় এখানে জয় সাহেবের রাতের প্রচারণা মিটিংয়ে এখানে প্রায় আটশর মতো ভোটার উপস্থিত ছিলেন।

সর্বশেষ অবস্থানে রয়েছে দক্ষিন পাইকপাড়া সপ্রাবি কেন্দ্র। মোটা ভোটার ১২৮২। ভোট পড়েছে ৬৫৮। ধানের শীষ ৩ টি।  শতকরা হার ৫১.৩৩। এই ইউনিয়নে ধানের শীষ প্রতীকে মোট ভোট পড়েছে ১৩ টি।  এখানকার নেতা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি হাফিজুর রহমান মাস্টার, ওয়ার্ড আ.লীগ সভাপতি নানু।

উপজেলায় মোট প্রাপ্ত ভোটের শতকরা হার ৫১.৭৫ এর নিচে রয়েছে তিনটি কেন্দ্র  রৌহাবাড়ি, উত্তর ও দক্ষিন পাইকপাড়া।

নিজ ইউনিয়ন সম্পর্কে উজ্জ্বল ভৌমিক জানান, ‘দলীয় নেতাকর্মিদের আরও আন্তরিক হওয়াটা জরুরী। এখান থেকে শিক্ষা নিয়ে সামনের নির্বাচনে কাজ করতে তিনি ইউনিয়ন নেতাকর্মিদের প্রতি আহবান জানান।’ 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর