শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ফুটবল ছাড়তে চেয়েছিলেন জোড়া গোলদাতা তহুরা

ফুটবল ছাড়তে চেয়েছিলেন জোড়া গোলদাতা তহুরা

সংগৃহীত

দীর্ঘ এক বছর পর বাংলাদেশ নারী ফুটবল দল জয়ের দেখা পেল। আজ (শুক্রবার) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক তহুরা খাতুন। বাংলাদেশের ৩-০ ব্যবধানের জয়ে তিনি জোড়া গোল করেছেন। অথচ এক সময় নাকি ফুটবলই ছেড়ে দিতে চেয়েছিলেন তহুরা। ম্যাচ শেষে তিনি নিজেই জানিয়েছেন এ কথা।

এক সময় দুর্দান্ত ফর্ম ছিল তহুরার। বক্সের ভেতর ও বাইরে— উভয় দিক থেকেই করতেন গোল। সেই তহুরা সাম্প্রতিক সময়টা কাটিয়েছেন নিজের ছায়া হয়ে। তহুরা বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের জার্সিতে গোলের পর গোল করেছেন। সিনিয়র দলে তিনি মূলত বদলি হিসেবে খেলেন। যখনই নেমেছিলেন গোল করেছেন দলের প্রয়োজনে। সাম্প্রতিক সময়ে স্বপ্না ও কৃষ্ণাদের পারফরম্যান্স তাকে মাঠে সেভাবে সুযোগ দেয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছিল তার শারীরিক অসুস্থতা। অবশেষে আজ আবার গোল করে নিজের স্বরূপে ফিরলেন তহুরা। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ সাইফুল বারী টিটুর সঙ্গে এসেছিলেন তহুরা খাতুন। সম্মেলনে এসে তিনি সহকারী কোচ লিটুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, ‘আসলে আমি একটা সময় লিটু স্যারকে বলেছিলাম খেলা ছেড়ে দেব। শারীরিকভাবে অসুস্থ ছিলাম, মানসিকভাবেও বিপর্যস্ত। স্যার আমাকে খেলা ছাড়তে দেননি। আরও উদ্দীপ্ত করেছেন। তাই স্যারের প্রতি কৃতজ্ঞতা।’

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় প্রধান কোচ সাইফুল বারী টিটু তার সহকারী লিটুর প্রশংসা করছিলেন। দলের প্রতিটি ফুটবলারের সঙ্গে লিটুর আন্তরিক সম্পর্ক।

তহুরা আজ জোড়া গোল করেন। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পর সুযোগ ছিল হ্যাটট্রিক করারও। হ্যাটট্রিক করার আগেই তহুরাকে তুলে নেন কোচ টিটু। এই প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সম্মেলনে এই কোচ বলেন, ‘আধুনিক ফুটবলে এমন আলোচনা এখন হয় না। এটা আশির দশকে ছিল। দুই গোল করার পরও তার হ্যাটট্রিক করার সুযোগ ছিল। সেই সময় পারেনি।’

১৬ মিনিটে নিজের প্রথম গোল করেছিলেন তহুরা। সেই গোলটিতে মূলত মারিয়া মান্দারই কৃতিত্ব। তিনি একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে প্রবেশ করেন। এরপর তহুরা তার থেকে নিজ উদ্যোগে বল নিয়ে জালে জড়ান। সংবাদ সম্মেলনে এসেছিল বিষয়টিও। এ নিয়ে বেশ মজাচ্ছলে তহুরা বলেন, ‘মারিয়াকে আমি বলেছি, তোর গোল আমি নিয়েছি।’

বাংলাদেশের জার্সিতে এটি তহুরার ৪৮তম গোল। বয়সভিত্তিক প্রতিযোগিতায় তার একাধিক হ্যাটট্রিকের কীর্তিও রয়েছে। সিনিয়র দলের হয়েও রয়েছে বেশ কয়েকটি গোল। তবে সাম্প্রতিক সময়ে তার পজিশনে অন্য ফুটবলারদের ভালো পারফরম্যান্স হওয়ায় তিনি নিজের জায়গায় হারিয়ে ফেলেন।

সূত্র: Dhaka post

সর্বশেষ: