সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

নিশাম-উইলিয়ামসনদের কাছে যা শিখলেন রিপন

নিশাম-উইলিয়ামসনদের কাছে যা শিখলেন রিপন

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে দোলাচলের মাঝেই অনুষ্ঠিত হয়ে গেল বিপিএল। যে রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে চট্টগ্রাম রয়্যালস ফাইনালে উঠেছিল, সেই ফল উল্টে গেল শিরোপা নির্ধারণী ম্যাচে। চট্টগ্রামকে ৬৩ রানে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। এমন টুর্নামেন্ট বিদেশি তারকাদের কাছ থেকে তরুণ ক্রিকেটারদের শেখার ভালো সুযোগ।

শিরোপাজয়ী রাজশাহীর হয়ে বিপিএলে বেশ উজ্জ্বল ছিলেন রিপন মন্ডল। বল হাতে মাঠে পারফরম্যান্সের পাশাপাশি ড্রেসিংরুমের অভিজ্ঞতাও দারুণভাবে উপভোগ করেছেন তিনি। রাজশাহী স্কোয়াডে ছিলে কেইন উইলিয়ামসন, জিমি নিশাম, মুশফিকুর রহিম ও শান্তদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। তাদের সান্নিধ্য পাওয়াটা শেখার বড় সুযোগ ছিল বলেও মনে করেন রিপন।

ডানহাতি এই পেসার জানান, ‘আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আছেন শান্ত ভাই, মুশফিক ভাই, কেইন উইলিয়ামসন আর জিমি নিশাম। তারা সবাই বিশ্বমানের খেলোয়াড়। তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করলে অনেক কিছু শেখা যায়। যেমন চাপের মূহূর্তেও কীভাবে ঠাণ্ডা থাকা যায়, কীভাবে কী করলে আরও ভালো হয়। আমরা তাদের কাছ থেকে এগুলোই শিখেছি।’

সিনিয়রদের সঙ্গে যাত্রা কতটা চাপের ছিল– এমন প্রশ্নে রিপন বলেন, ‘চাপের ছিল না আসলে। উপভোগ করেছি। কারণ আরও অনেক খেলেছি। তাই একজন খেলোয়াড় হিসেবে আপনি অনেক সময় অনেক বড় বড় ক্রিকেটারের সঙ্গে খেলবেন, কিন্তু খেলোয়াড় হিসেবে আপনি যদি সবসময় আপনার সেরাটা দিতে পারেন তাহলে খুবই ভালো লাগে।’

এই বিপিএলের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (৮ ম্যাচে ১৭ উইকেট) বোলার হয়েছেন রিপন। তবে দলের শিরোপাটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি, ‘এই যে চ্যাম্পিয়ন হলাম এবং দলের জয়ে অবদান রাখতে পেরেছি। এটাই আমার প্রাপ্তি।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম:

গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা