সংগৃহীত
১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে এক সিরিজে পরা ডন ব্র্যাডম্যানের একটি ‘ব্যাগি গ্রিন’ বিক্রি হয়েছে। গোল্ড কোস্ট নিলামে গতকাল (সোমবার) এই অস্ট্রেলিয়ান গ্রেটের ক্যাপের দাম উঠেছে ৪ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৮৮ লাখ টাকা। এটি ব্র্যাডম্যানের কোনো টুপির জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ দামের রেকর্ড।
ব্র্যাডম্যান এই ক্যাপ উপহার দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার শ্রীরাঙ্গা ওয়াসুদেব সোহোনিকে। তার পরিবার ৭৫ বছর ধরে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এটি সংরক্ষণ করেছে।
‘এটি তিন প্রজন্মের বেশি সময় ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। আপনি যদি পরিবারের সদস্যও হতেন, তবে আপনার বয়স ১৬ বছর পূর্ণ হলে কেবল পাঁচ মিনিটের জন্য এটি দেখার অনুমতি দেওয়া হতো।’, বলেছেন লয়েডস অকশনার্স অ্যান্ড ভ্যালুআরস-এর চিফ অপারেটিং অফিসার লি হেমস।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ক্যাপের ক্রেতা তার নাম গোপন রেখেছেন। এবং এটি প্রদর্শনীর জন্য রাখা হবে অস্ট্রেলিয়ান জাদুঘরে।
ভেতরের দিকে ‘ডিজে ব্র্যাডম্যান’ ও ‘এসডব্লিউ সোহোনি’ লেখা এই ক্যাপ ভালো অবস্থায় আছে। ব্র্যাডম্যানের ধূসর ও পোকায় নষ্ট আরেকটি ক্যাপ ২০২৪ সালের নিলামে ৩ লাখ ১১ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
দ্য ডন ১৯২৮ থেকে ১৯৪৯ সালের মধ্যে মাত্র ৫২টি টেস্ট ম্যাচে ২৯টি সেঞ্চুরি করেছিলেন। ১৯৪৮ সালে ব্র্যাডম্যান যখন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন, তখন তার ব্যাটিং গড় ছিল ৯৯.৯৪। এটি বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্যমতে, ১৯২৮ সালে অভিষেকের মৌসুমে ব্র্যাডম্যানের পরা প্রথম ব্যাগি গ্রিন ক্যাপটি ২০২০ সালে সাড়ে চার লাখ ডলারে বিক্রি হয়েছিল।
তবে এখন পর্যন্ত ব্যাগি গ্রিন ক্যাপের জন্য সর্বোচ্চ মূল্যের রেকর্ড শেন ওয়ার্নের দখলে। ২০১৯-২০ সালের ভয়াবহ দাবানলে জরুরি পরিষেবাগুলোর জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে এই লেগ স্পিনারের ক্যাপটি ১০ লাখ ৭ হাজার ৫০০ ডলারে কমনওয়েলথ ব্যাংক কিনে নিয়েছিল। অবশ্য ওয়ার্ন তার পুরো ক্যারিয়ারে কেবল ওই একটিই ক্যাপ ব্যবহার করেছিলেন।
সূত্র: ঢাকা পোষ্ট




.jpg)








