সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মাগুরায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরায় বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, আজকের এ ঐতিহাসিক দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এ সব স্হাপনা ও বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনের মধ্যে দিয়ে আমরা আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ, স্বাধীন পতাকা ও স্বাধীন মানচিত্র দিয়ে গেছেন। তিনি তার সারাটি জীবন ধরে গরীব দুঃখী মেহনতী মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন।

রোববার ঐতিহাসিক ৭ ই মার্চে মাগুরাতে জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে নির্মিত বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময়ে তিনি ১১ কোটি ৫১ লক্ষ টাকা ব্যয়ে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আউটার স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

 

মাগুরায় বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন ম্যুরালের পাশে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল

 

তিনি আরো বলেন, ৭ মার্চের ভাষণ বাঙালির রক্তে মুক্তির উন্মাদনা জাগিয়েছিলো। ৭ কোটি বাঙালি ঝাপিয়ে পড়েছিলো এক রক্তক্ষয়ী সংগ্রামে। আর তাইতো ৭ মার্চের বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ। বাঙালির স্বাধিকার আদায়ের আন্দোলনে বঙ্গবন্ধুর যে সুমহান ঋণ, তা কোনোদিন শোধ হবার নয়। 

প্রতিমন্ত্রী মুজিব বর্ষ উপলক্ষে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে আয়োজিত শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও তিনি মাগুরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য  এড. সাইফুজ্জামান শিখর, যুব ও ক্রীড়া সচিব মো. আখতার হোসেন, অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. আব্দুল করিম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম ও মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম উপস্থিত ছিলেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর