বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আজই ফাইনাল নিশ্চিত করতে চায় টাইগাররা

আজই ফাইনাল নিশ্চিত করতে চায় টাইগাররা

আজ জিতলেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এ ম্যাচে মাশরাফী বাহিনীর প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ডাবলিনের মালাহিডে বিকেল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি। এর আগে প্রথম পর্বে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়েছিলো টাইগাররা। দুর্দান্ত জয় দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ।

এদিকে সমীকরণ নিয়ে মাথা ঘামাতে নারাজ সাকিবরা। বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে নিজেদের উজাড় করে দিতে চায় তারা। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছিলো বাংলাদেশ।  বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের পারফরমেন্সে ধারাবাহিক হতে চান রোডস। এমন ইঙ্গিতও দিলেন তিনি, আমাদের দলের প্রধান লক্ষ্যই হলো দলের পারফরম্যান্সে আরো ধারাবাহিকতা আনা। যদি সেটা করতে পারি তাহলে মনে করি বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যেতে পারবো।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:

মাশরাফী মোর্ত্তজা, সাকিব আল হাসান,মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ:

সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল

আলোকিত সিরাজগঞ্জ