রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্যামসাং টিভি প্লাস অ্যাপ যেসব ফোনে চলবে

স্যামসাং টিভি প্লাস অ্যাপ যেসব ফোনে চলবে

স্যামসাং টিভি প্লাস অ্যাপটি শুরুতে কয়েকটি ডিভাইসের জন্য বানানো হয়েছিল। এবার আরো বেশ কয়েকটি ডিভাইসের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই ট্যাবলেটেও চলবে এটি।

সর্বপ্রথম গ্যালাক্সি এস১০, গ্যালাক্সি নোট ১০, গ্যালাক্সি এস২০ ও গ্যালাক্সি নোট ২০ সিরিজের ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ছাড়া হয়। এবার মোবাইল অ্যাপটি গ্যালাক্সি এস৯, গ্যালাক্সি নোট ৯, গ্যালাক্সি এস২০এফই, ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ড, গ্যালাক্সি জেড ফোল্ড ২ ও গ্যালাক্সি জেড ফ্লিপেও চালানো যাবে।

মিডিরেঞ্জের ফোন গ্যালাক্সি এ৫১, গ্যালাক্সি এ৫১ ফাইভজি ও গ্যালাক্সি এ৭১ ফাইভজিও অ্যাপটি সাপোর্ট করবে। 

স্যামসাং টিভি প্লাস অ্যাপটি এতোদিন শুধু টিভিতে ব্যবহার করা গেছে। স্মার্টটিভি ভিডিও সার্ভিসটিতে সারা বিশ্বের জন্য ৫১৮টি চ্যানেল রয়েছে। চ্যানেলগুলো দেখতে সাবস্ক্রাইবের প্রয়োজন হয় না।

স্যামসাং টিভি প্লাস অ্যাপে বেশ কয়েকটি বিশেষ ফিচার রয়েছে। যা ব্যবহার করতে চাইলে স্যামসাং অ্যাকাউন্ট খুলতে হবে। অতিরিক্ত ফিচারগুলোর মধ্যে রয়েছে সেট ওয়াচ রিমাইন্ডার, ক্রিয়েট ওয়াচ লিস্ট, এডিট চ্যানেল, ফেভারিট চ্যানেল ও কন্টিনিউ ওয়াচ। এতে স্ট্রিমিং সেবাটি নিজের মতো করে সাজানো যায়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: