শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

₹৫০০০০ কোটির বিনিময়ে জিও-র ১০% শেয়ার কিনল ফেসবুক

₹৫০০০০ কোটির বিনিময়ে জিও-র ১০% শেয়ার কিনল ফেসবুক

দেশে ডিজিটাল প্ল্যাটফর্মে বিরাট মেলবন্ধন। ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারে বিনিময়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ১০% শেয়ার কিনতে চলেছে ফেসবুক। ভারতে ব্যবসা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মার্ক জুকেরবার্গ।

বুধবার জুকেরবার্গ জানিয়েছেন, বিশ্বজুড়ে ফেসবুকের গ্রাহক সংখ্যা আরও বাড়াতেই জিও-র সঙ্গে গাঁটছড়া বেধেছে তারা। জুকেরবার্গের পর মুকেশ আম্বানির সংস্থাও বিবৃতি দিয়ে এই চুক্তির কথা জানায়। বলা হয়, ফেসবুক জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করবে।

ঋণের বোঝা লাঘব করতে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন ব্যবসায় বিলগ্নীকরণের চেষ্টা চালাচ্ছে রিলায়েন্স। ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সৌদি তেল শোধন সংস্থা আরামকোকে নিজের ২০ শতাংশ বেচে দেওয়ার আলোচনা চালাচ্ছে রিলায়েন্স (পেট্রো)। গুগলের সঙ্গেও একটি পৃথক বিলগ্নীকরণের আলোচনা চালানো হচ্ছে।

বিশ্বে চিনের পরেই ফেসবুকের গ্রাহক সংখ্য়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ফেসবুকের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এখন ভারতে ৪০ কোটিরও বেশি গ্রাহক রয়েছে। ফলে নয়া চুক্তিতে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মের চেহারা আমূল বদলাতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: