রোববার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপে

করোনাভাইরাস নিয়ে গুজব ছড়াচ্ছে হোয়াটসঅ্যাপে

কভিড-১৯ করোনাভাইরাসে এ পর্যন্ত সারা বিশ্বে ২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি। প্রতিরোধই এখন পর্যন্ত সর্বোত্তম পন্থা।

দিন-রাত এক করে করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও মেডিকেল কর্মকর্তারা। ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষ যাতে সময়মত সঠিক তথ্য জানতে তার জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন। এরমধ্যেই করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে।

এটি মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি অ্যাপ। এমন দুর্যোগের সময় ফেসবুকের একটি অ্যাপে গুজব ছড়ানো সমালোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও খ্যাতনামা প্রতিষ্ঠানের বরাত দিয়ে এখানে ক্রমাগতভাবে ভুল তথ্য পোস্ট হচ্ছে। সমস্যা এমনই তীব্র আকার ধারণ করেছেন যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ জানাতে বাধ্য হচ্ছেন বিশ্ব নেতারা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: