শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রাহায়ণ ১৪৩২

ইসলামী জীবন

শিশুর ঠান্ডা লাগবে—এই ভয়ে মা তায়াম্মুম করতে পারবেন?

শিশুর ঠান্ডা লাগবে—এই ভয়ে মা তায়াম্মুম করতে পারবেন?

সংগৃহীত

তায়াম্মুম ইসলামের একটি বিশেষায়িত বিধান। বিশেষ পরিস্থিতিতে অজু ও গোসলের পরিবর্তে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জনের সুযোগ দেওয়া হয়েছে। উম্মতে মুহাম্মাদীর জীবন-বিধানকে সহজ করতে আল্লাহ তায়ালা তায়াম্মুমের বিধান দিয়েছেন। এর আগে অন্য কোনো নবীর উম্মতের জন্য তায়াম্মুমের বিধান দেওয়া হয়নি।

তায়াম্মুমের সম্পর্কে হাদিস শরিফে এসেছে, ‘আগের নবীদের উম্মত থেকে এই উম্মতকে তিন বিষয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আমাদের কাতার ফেরেশতাদের কাতারের মতো বানানো হয়েছে, পুরো পৃথিবীকে আমাদের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং পানি না পাওয়া অবস্থায় মাটিকে পবিত্রতা অর্জনের মাধ্যম বানানো হয়েছে।’ (বুখারি, হাদিস : ২০৯)

তায়াম্মুম সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাক বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস কর এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। (সুরা মায়েদা, আয়াত : ৬)

অজুর পরিবর্তে কোরআন ও হাদিসে বর্ণিত তায়াম্মুম বৈধ হওয়ার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। শর্তগুলোর মূল হলো অজু করতে অপারগ হওয়া। পানি ব্যবহারের কারণে কোনো নবজাতক বা যেকোনো বয়সী শিশুর যদি ঠান্ডা লাগার আশঙ্কা থাকে তাহলে এক্ষেত্রে শিশুর মায়ের করণীয় কী? তিনি কি অজু বা গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবেন?

এক্ষেত্রে ফেকাহবিদদের মতামত হলো— সহবাস বা অন্য কোনো কারণে যদি শীত মৌসুমে শিশুর মায়েদের শরীর অপবিত্র হয়, তাহলে তাদের জন্য প্রথম কর্তব্য হচ্ছে গরম পানি দিয়ে গোসল করে পবিত্রতা অর্জন করা। 

যদি গরম পানির ব্যবস্থা না থাকে অথবা মায়ের বাস্তব অভিজ্ঞতা বা কোনো অভিজ্ঞ মুসলিম ডাক্তারের মত অনুয়ায়ী গোসল করলে শিশুর সার্বিক ক্ষতির আশঙ্কা থাকে এবং অন্য কোনো উপায়ে আশঙ্কামুক্ত হওয়া না যায়, তাহলে এ ক্ষেত্রে বাচ্চা শিশুর মায়েরা পবিত্র হওয়ার জন্য গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে পারবেন ও এই উপায়ে পবিত্রতা অর্জন করতে পারবেন। অন্যথায় পানি ব্যবহার করে গোসল করতে হবে এবং অজুর ক্ষেত্রে সরাসরি অজু করতে হবে।

(ফতোয়ায়ে ফকীহুল মিল্লাত, খন্ড : ৩, পৃষ্ঠা : ৭৯)

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ:

শিরোনাম: