সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পিএইচপি কুরআনের আলোয় চ্যাম্পিয়ন হাফেজ বশির

পিএইচপি কুরআনের আলোয় চ্যাম্পিয়ন হাফেজ বশির

পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে ২০২১-এ চ্যাম্পিয়ন হয়েছেন হবিগঞ্জের হাফেজ বশির আহমেদ। প্রথম রানার আপ হয়েছেন নেত্রকোনার হাফেজ লাবীব আল হাসান। দ্বিতীয় রানার আপ হয়েছেন কিশোরগঞ্জের হাফেজ মাহমুদুল হাসান আশরাফী। চতুর্থ হয়েছেন সিলেটের হাফেজ সালমান আল মাহমুদ।

সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে এনটিভির অনাড়ম্বর এক অনুষ্ঠানে সেরা প্রতিযোগীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সেরা প্রতিযোগীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আবেগাপ্লুত হয়ে পড়েন হাফেজ বশির আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এনটিভির হেড অব ফাইন্যান্স মো. গোলাম রওশন ইয়াজদানী, সেভয় আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, ইনফিনিটির চেয়ারম্যান জুনাইদ আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপদেষ্টামণ্ডলীর সদস্য এনায়েত উল্ল্যাহ প্রমুখ।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদ উদ্দিন বলেন, অনেক অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। তবে এ অনুষ্ঠানের মতো এত সুন্দর আয়োজনে উপস্থিত হতে পেরে গর্বিত ও নিজেকে ধন্য মনে করছি। যারা এ আয়োজন করেছে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ইসলামের তথা কুরআনের সব আয়োজনে সহযোগিতা করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে এসব কুরআনের হাফেজদের জন্য আমরা চেষ্টা করব কিছু করার।

মেয়র আতিকুল বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে আমার এ অনুষ্ঠানে আসার সুযোগ হয়েছে। এ জন্য আমি গর্বিত ও আনন্দিত। ছোট ছোট এসব শিশুদের মুখে কুরআনের এসব তেলাওয়াত শুনলে মনটা অনেক ভালো হয়ে যায়। ভবিষ্যতে এসব মহতী অনুষ্ঠানের সঙ্গে থাকব এবং উত্তর সিটি কর্পোরেশনের পক্ষে সব সহযোগিতা করা হবে।

ইনফিনিটির চেয়ারম্যান বলেন, ছোট ছোট এসব শিশুদের তেলাওয়াত শুনে মনে হয় জীবন্ত কুরআন নাজিল হচ্ছে। বিশাল কুরআনের ভাণ্ডার থেকে খুঁজে বের করে তেলাওয়াত করছে। রাষ্ট্রীয়ভাবে এসব কুরআনের হাফেজদের মূল্যায়নের জন্য অনুরোধ করছি।

সাইফুল্লাহ সাইফের প্রযোজনায় অনুষ্ঠানটির বিচারক হিসেবে ছিলেন শায়খ আবদুল হক, কারি জহিরুল ইসলাম, মুফতি মিজানুর রহমান এবং ‘কুরআনের আলো’ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর