শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আমরা ইভিএম ব্যবহার করবো: সিইসি

আমরা ইভিএম ব্যবহার করবো: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার থেকে সরে আসার কোন সম্ভবনা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিন বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে আইনগত কোন বাধা নেই। আমরা এটা সিমীত আকারে ব্যবহার করবো। এটা থেকে পিছিয়ে যাবোনা।’

শুক্রবার সকালে আগারগাঁওস্থ ইটিআই ভবনে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ সংক্রান্ত প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এমন কথা জানান।

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে মামলার হুমকি দিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জোট নেতারা এমন কথা বলেন। তাদের মতে দেশে ইভিএমের ব্যবহার সংবিধান পরিপন্থি। নেতাদের দাবি ‘সংবিধানে বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে প্রতিনিধি নির্বাচিত হবে। আর ইভিএম দ্বারা প্রত্যক্ষ ভোট হয় না। যদি ইভিএমে ভোট নেয়া হয় তাহলে সংবিধান লঙ্ঘনের দায়ে মামলা করা হবে।’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এটা তাদের ব্যাপার আমার কিছু বলার নেই। নূ
রুল হুদা বলেন, স্থানিয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারে আমাদের আইনগত ভিত্তি রয়েছে। এ বছর আমরা জাতীয় সংসদ নির্বাচন এটা ব্যবহার করার জন্য আইনের যে প্রক্রিয়া আমরা সেগুলো আমরা ঠিক করেছি। জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারে আইনগত কোন বাধা নেই। আমরা সীমিত আকারে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করবো।’

ইভিএম ব্যবহার করার এ সিদ্ধান্ত থেকে সরে আসার কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি। তবে প্রাথমিকভাবে ঠিক কতটি আসনে ইভিএম ব্যবহার করার পরিকল্পণা করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি ইসি প্রধান।
তিনি বলেন, ‘আগামী শনিবার মিটিং হবে সেদিন এটা পরিস্কার হবে। সেসময় ঠিক হবে। হয় পূর্ণাঙ্গ আসন, হয় কিছু সংখ্যাক কেন্দ্রে। এই দুইটা জিনিস আমরা মিটিংয়ে ঠিক করবো। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: