সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সিরাজগঞ্জে জাল নোটসহ ‘কারবারি’ গ্রেপ্তার

সিরাজগঞ্জে জাল নোটসহ ‘কারবারি’ গ্রেপ্তার

সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে প্রায় ৫০ হাজার টাকার জাল নোটসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার বিকালে উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিরাজগঞ্জ-১২ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

গ্রেপ্তার রঞ্জু আহমেদ (৪০) উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের আফের প্রামানিকের ছেলে।

বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার রঞ্জুর কাছ থেকে ৪৮ হাজার ৫০০ টাকার ৮০টি জাল নোট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কাছ থেকে নগদ আট হাজার ৯৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সদর থানায় মামলা দিয়ে রঞ্জুকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিকালে রঞ্জুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান।

সর্বশেষ:

শিরোনাম: