রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বিএনপিকে ঐক্যফ্রন্ট ভেঙ্গে দিতে বললেন ব্যারিস্টার আন্দালিব পার্থ

বিএনপিকে ঐক্যফ্রন্ট ভেঙ্গে দিতে বললেন ব্যারিস্টার আন্দালিব পার্থ

আপদে-বিপদে বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে বিএনপির সঙ্গে থাকলেও বর্তমানে বিএনপির কোনো মিটিংয়েই দেখা যাচ্ছে না ২০ দলীয় জোটের অন্যতম নেতা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। মূলত, ঐক্যফ্রন্টের ওপর ক্ষোভ থেকেই বিএনপির কোনো মিটিংয়ে উপস্থিত হচ্ছে না ব্যারিস্টার আন্দালিব। বাংলা নিউজ ব্যাংকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি।

আন্দালিব পার্থ বলেন, ঐক্যফ্রন্টের সঙ্গে জোট করে কোনো লাভই হয়নি। ঐক্যফ্রন্ট নেতাদের আন্দোলন করার কোনো শক্তি নেই। নির্বাচনে তাদের সঙ্গে অযথা জোট করে দুর্বল নেতাদের শক্তিশালী করে দেয়া হলো। যে জোট আন্দোলন করার সক্ষমতা কিংবা সাহস রাখে না তেমন জোটের প্রয়োজনটা কী?

পার্থ আরও বলেন, সরকারের সমালোচনা পরে হবে। কিন্তু বিএনপির বর্তমান অবস্থার জন্য কারা দায়ী? একের পর এক ভুল সিদ্ধান্তে জর্জরিত বিএনপি। বর্তমান বিএনপির এমন অবস্থা হয়েছে যে রাজপথে নামলে ১০ জন লোকও হয় না। রিজভী সাহেব যখন নয়াপল্টন অফিস থেকে বেরিয়ে ৭-৮ জন মানুষ নিয়ে মিছিল করে, তখন লজ্জায় মাথা নত হয়ে যায়। বিএনপির বর্তমান অবস্থা অবর্ণনীয়। এখন বিএনপির উচিত, ঐক্যফ্রন্ট ভেঙে দিয়ে নিজের শেকড়ে দাঁড়ানো। জোট থেকে বের হয়ে নতুন করে দল সাজানো। নতুবা বিএনপি ডুবে যাবে।

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ স্পষ্টবাদী বক্তা হিসেবে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বিভিন্ন সময়ে তিনি সরকারের সমালোচনায় মুখর থাকলেও বর্তমানে কোনো আলোচনায় নেই এই তরুণ ও উদীয়মান এ রাজনীতিক।

বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার আগে জোটের সব সভাতেই উপস্থিত থেকে সরকারের কঠোর সমালোচনা করতেন পার্থ। কিন্তু সাম্প্রতিক সময়ে অভিমান থেকে ২০ দলীয় জোটের বৈঠকে থাকছেন না তিনি। জোটের বিভিন্ন বৈঠকে পাঠান দলের মহাসচিবকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গুলশান আসনে নির্বাচন করে বিপুল ভোটে পরাজিত হওয়ার পরে রাজনৈতিক অঙ্গন থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন তিনি। তবে ঘরোয়া রাজনৈতিক বৈঠকগুলোতে উপস্থিত থেকে নিজের অবস্থান জানান দিতে পিছপা হন না ব্যারিস্টার পার্থ।

 
 
 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ