সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিএনপির সমাবেশের অনুমতি লাগবে: ওবায়দুল কাদের

বিএনপির সমাবেশের অনুমতি লাগবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশের অনুমতি পুলিশের কাছ থেকে নিতে হবে। এছাড়া কোনো সমস্যা নেই। বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সভা-সমাবেশ বিএনপির অধিকার। তারা তো সমাবেশ করছে, তাদেরকে কেউ বাধা দেয় না। বিরোধী রাজনৈতিক দলের সভা-সমাবেশে কোনো বাধা নেই। আওয়ামী লীগও সভা সমাবেশ করলে অনুমতি নেয়। 

বিএনপি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ করে ফের ভোটের দাবি জানাচ্ছে- সাংবাদিকরা এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার। যেখানে জনগণ ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে, সেখানে আবার পুনর্নির্বাচনের দাবি মামার বাড়ির আবদার ছাড়া আর কি হতে পারে। নির্বাচনে কারচুপি বা জালিয়াতি হয়নি, হলে ভোটের পরিমাণ আরো বেশি হতো। কারচুপি বন্ধ করতেই এই ডিজিটাল ব্যবস্থা নেয়া হয়েছে। বিএনপি মুখে বলার জন্য বলছে কিন্তু তারাও জানে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ায় সরকার স্বস্তি প্রকাশ করেছে। কারচুপি রোধের জন্যই আধুনিক ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটার কম হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম, আসন্ন এসএসসি পরীক্ষা ও ছুটি থাকায় ভোটার উপস্থিতি কম হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে পর্যবেক্ষকরা কোনো প্রশ্ন করেনি। ভোট যাই হোক জনগণের ভোটেই মেয়র নির্বাচিত হয়েছে। মেয়রদ্বয় মে মাসে দায়িত্ব বুঝে নেবেন। 

সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রামের সম্মেলন সিটি কর্পোরেশন নির্বাচনের পরে হবে। 

প্রধানমন্ত্রী ইতালি থেকে দেশে ফিরলে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের বিদ্রোহীদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ