শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবার ২০ দলীয় জোট ছাড়ার হুমকি দিলেন লেবার পার্টির ডা. ইরান

এবার ২০ দলীয় জোট ছাড়ার হুমকি দিলেন লেবার পার্টির ডা. ইরান

 

ঐক্যফ্রন্টে যুক্ত হয়ে বিএনপি যে রাজনৈতিক ভুল করেছে সেটি স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। ঐক্যফ্রন্টের কারণে বিভেদ ও অবিশ্বাস দৃশ্যমান হচ্ছে ২০ দলীয় জোটে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর জোট ত্যাগের পর এবার আগামী ২৩ তারিখ পর্যন্ত বিএনপিকে ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

এ সময়ের মধ্যে বিএনপি ঐক্যফ্রন্ট না ছাড়লে তার দল বাংলাদেশ লেবার পার্টি ২৪ মে ২০ দলীয় জোট ছাড়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলে হুঁশিয়ার দিয়েছেন। মঙ্গলবার (৭ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইরান জানিয়েছেন, ২৩ তারিখ পর্যন্ত ঐক্যফ্রন্ট ছাড়ার জন্য বিএনপিকে আল্টিমেটাম দিয়েছি। ড. কামাল হোসেন, আ স ম আব্দুর রব, কাদের সিদ্দিকী- সরকারের একটা মিশন নিয়ে এসেছেন ঐক্যফ্রন্টে। এরা হলেন দুমুখো সাপ। যে লক্ষ্যে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল সেসব লক্ষ্য পূরণে জোটটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সরকারের এজেন্ডা নিয়েই তারা কাজ করছে। এ কারণে বিএনপিকে ঐক্যফ্রন্ট ছাড়তে হবে।

তিনি আরো বলেন, ঐক্যফ্রন্ট ছেড়ে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। দেড় বছর যাবৎ খালেদা জিয়া কারাবন্দী, তার জন্য যথাযথ কর্মসূচি দিচ্ছে না। বিএনপি নেতৃবৃন্দ খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে কতটা আন্তরিক তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। ড. কামালদের কাছে বন্দি হয়ে পড়েছে বিএনপি তথা ২০ দলীয় জোটের রাজনীতি। কৌশলে বিএনপিকে শান্তিপূর্ণ রাজনীতি কথা বলে রাজপথের রাজনীতিতে থেকে দূরে রাখা হচ্ছে।

ইরান বলেন, বিএনপি দল এবং জোট পরিচালনায় চরমভাবে ব্যর্থ- এটা একদম পরিষ্কার। বিএনপির বিজয়ীরা সংসদে গিয়ে জনগণের সাথে, জোটের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জোট এবং ফ্রন্টের সিদ্ধান্তই ছিলো সংসদে না যাওয়া। এটা তারা সঠিক কাজ করেনি। সংসদে যাওয়া মানে সরকার ও সংসদকে বৈধতা দেওয়া। নতুন নির্বাচনের আমাদের দাবি থাকে কোথায়?

বিএনপির প্রতি জোটের নেতাদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রমজান মাস পড়েছে। বেশি কিছু বলতে চাই না। যারা চলে যাচ্ছে, তারা প্রলোভনে পড়েই এসব করছে। দু-একজন চলে গেলে বিএনপি বা জোটের কোনো ক্ষতি হবে না।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর