শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

২০ দলীয় জোটের বৈঠক: শরিক দলের জোট ছাড়ার গুঞ্জনে বিচলিত বিএনপি

২০ দলীয় জোটের বৈঠক: শরিক দলের জোট ছাড়ার গুঞ্জনে বিচলিত বিএনপি

প্রায় তিন মাস পর বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। জোটের অচলাবস্থা দূরীকরণ, বেগম জিয়ার মুক্তি আন্দোলন জোরদার এবং সরকারবিরোধী আন্দোলনের চূড়ান্ত রূপ দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

তবে ২০ দলীয় জোটের নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, বেগম জিয়ার মুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া, ঐক্যফ্রন্টের খপ্পর থেকে বিএনপিকে রক্ষা করা এবং ২০ দলীয় জোটকে শক্তিশালী করে রাজপথ-মুখী করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে এই বৈঠকে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, বৈঠকেই ২০ দলীয় জোট থাকবে না ভেঙে যাবে সেটি নিয়েও সিদ্ধান্ত হতে পারে। এদিকে এমন গুঞ্জনে বিএনপির নেতারা নতুন করে চিন্তায় পড়েছেন বলেও জানা গেছে। বেগম জিয়ার মুক্তি নিয়ে লাগাতার কর্মসূচির মধ্যে শরিক দলগুলোর জোট ছাড়ার গুঞ্জনে বিএনপির রাজনীতিতে নতুন করে অস্বস্তি সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে।

এ বিষয়ে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, পরবর্তী রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেয়ায় এই বৈঠকের আয়োজন। তবে গুঞ্জন শুনছি যে, জোটের কয়েকটি ছোট দল বিএনপিকে ঐক্যফ্রন্ট থেকে বের হয়ে ২০ দলীয় জোটে মনোনিবেশ করার আহ্বান জানাবে। রাজি না হলে কমপক্ষে সাতটি দল জোট ত্যাগ করতে পারে একটি গুঞ্জন চাউর হয়েছে।

তিনি আরো বলেন, এই বৈঠকে বেগম জিয়ার মুক্তির বিষয়েও আলোচনা হতে পারে। আমি ব্যক্তিগতভাবে প্যারোলে মুক্তির পক্ষেই রায় দেব। চিকিৎসা নিয়ে তো রাজনীতি করাটা ঠিক না। দেশে যে অবস্থা চলছে তাতে বেশি কিছু বলাও সমীচীন হবে না।

তবে জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, বৈঠকে বেগম জিয়ার মুক্তি ও জোটের বর্তমান অবস্থার বিষয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। আমি বলতে চাই, মুক্তি চেয়ে নিজেদের শক্তিশালী তথা জোটের শক্তি ও গতি ফিরিয়ে আনাটা গুরুত্বপূর্ণ। জোটের আন্দোলনকে মুক্তির আন্দোলনে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা। আগে অচলাবস্থা দূর করতে হবে এরপর ধীরে ধীরে মুক্তির আন্দোলনে যাওয়াটা সমীচীন হবে। ফাউন্ডেশন দুর্বল রেখে তো বহুতল ভবন নির্মাণ করা যায় না!

 
 
 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর